শ্যামল রায়,নবদ্বীপঃ
বৃহস্পতিবার গভীর রাতে নবদ্বীপ ধাম রেল স্টেশন চত্বরে ঠিকানাহীন অসহায় রাত্রি যাপন করা বৃদ্ধ বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করল জি আর পি।নবদ্বীপধাম রেল স্টেশনের জি আর পি পির সার্বিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্য সহ একাধিক পুলিশ কর্মী ও সিভিক স্বেচ্ছা সেবকরা।পুলিশ আধিকারিক গৌতম ভট্টাচার্য বলেন যে, নবদ্বীপধাম রেল স্টেশনে মাঝেমধ্যেই বহু অসহায় ঠিকানাহীন বৃদ্ধ-বৃদ্ধারা এখানে থেকে যান।অসহায় ভাবে রাত্রি যাপন করে থাকে।অনেকে আছেন কোন রকমে কাপড় গায়ে দিয়ে কনকনে শীতের রাত্রি যাপন করে ভোর বেলা সূর্যের তাপে শরীরকে বাঁচান। গভীর রাতে ঘুমিয়ে থাকা সেইসব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।জি আর পি পি তরফ থেকে ত্রিশজন অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে এদিন কম্বল দেওয়া হয়।
এছাড়াও নবদ্বীপ শহরের শ্রী নাম নামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে ঠিকানাহীন অসহায় বৃদ্ধবৃদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদিকা ইন্দ্রানী দাস ও তাঁর সন্তান মৈনাক দাস গভীর রাত্রে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের গায়ে শীতবস্ত্র চাপিয়ে দেন।সম্পাদিকা ইন্দ্রানী দাস জানিয়েছেন যে, আমরা দেখেছি বৃন্দাবন মথুরায় বহু অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং স্বামী পরিত্যাক্তা বিধবারা থাকেন যাদের শেষ সম্বল বলতে ভিক্ষে করা ছাড়া আর কিছুই থাকে না।চৈতন্যের জন্ম স্থান নবদ্বীপ শহরের পোড়াঘাট,সোনাপটটি রানিরচড়া,পোড়া মা তলা রোড নবদ্বীপ ধাম রেলস্টেশন চত্বরে বহু ঠিকানাহীন বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন।কনকনে শীতের মধ্যে কষ্ট করেই রাত্রি যাপন করে থাকে।এই সমস্ত অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এই ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এ দিন রাত্রে।যাতে করে প্রকৃত অসহায় গরীব মানুষ এই ধরনের সুযোগ পায় তার জন্যই আমাদের এই উদ্যোগ গ্রহণ।
গভীর রাত্রে গরীব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে কম্বল বিতরণকে স্বাগত জানিয়েছে রাজ্যের অন্যতম মন্ত্রী পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ।মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে,এই ধরনের উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। গভীর রাতে যারা ফুটপাতে অথবা কারও বাড়ির বারান্দায় রাত কাটান তাদের জন্য এই ধরনের কাজ নিশ্চয়ই ভালো।নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা জানিয়েছেন যে,আমরা এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ইতিমধ্যেই কয়েক কোটি টাকা খরচ মনিপুর ঘাট রোডে গঙ্গার পাড়ে আবাসন তৈরি করে দিয়েছি। ওখানে ও বহু ঠিকানাহীন অসহায় বৃদ্ধ বৃদ্ধা থাকছেন যদি এরকম কেউ থাকেন তারাও যেন আমাদের সাথে যোগাযোগ করেন ওখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে।
আরও পড়ুন: ক্যারিব্যাগ থার্মোকল ব্যবহারে রাশ টানতে উদ্যোগী পৌরসভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584