সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
সরকারি ডি গ্রুপে চাকরি দেওয়ার নাম করে অনির্বান হালদার নামে এক যুবক প্রতারণার শিকার হয়। প্রতারণার স্বীকার ঐ যুবকের অভিযোগ ৩ লক্ষ টাকা বিভিন্ন দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিয়েছে। প্রতারিত যুবক দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ১৪ জানুয়ারি তারিখে অভিযোগ দায়ের করেন, মগরাহাট থানার পুলিশ-সহ ডায়মন্ড হারবার এসডিপিও তদন্ত নামে ও চলতি মাসের ১৯ জানুয়ারি গ্রেফতার করে। ডায়মন্ড হারবার কোর্ট তুললে, ডায়মন্ড হারবার জেলা পুলিশ পক্ষ থেকে ৯ দিনের হেফাজত চায় পুলিশ, আদালত তা মঞ্জুর করে।
আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে জানান যে, অভিযুক্তরা হলো সুবোধ মণ্ডল(৩২) প্রধান অভিযুক্ত বাড়ি ক্ষুদিরাম বোস, কলকাতা ৭৫। দ্বিতীয় অভিযুক্ত আশিকুর সর্দার(৩২) বাড়ি সংগ্রামপুর, উস্থি। তৃতীয় অভিযুক্ত সঞ্জীব কুমার দাস(৪২) বাড়ি নলহাটি, বীরভূম। চতুর্থ অভিযুক্ত সিদ্ধার্থ ভৌমিক(২৬) বাড়ি কাকদ্বীপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584