রবীন্দ্র স্মৃতি সমিতির বিজয়া সম্মিলনী

0
138

সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুরের রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো মঙ্গলবার।মেদিনীপুর শহরের সমিতির নিজস্ব সভাগৃহ রবীন্দ্র নিলয়ে এই সম্মিলনী অনুষ্ঠিত হয়।রবীন্দ্রনাথের মূর্তিতে মাল‍্যদানের মধ্য দিয়ে অনূষ্ঠানের সূচনা হয়।বিজয়া ও শারদীয়ার শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেন সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী,সহসভাপতি তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,অঞ্জন শিকদার,ড.অমল কান্তি পান্ডে,তাপস মান্না প্রমুখ।

নিজস্ব চিত্র

আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও শ্রুতি নাটকের মাধ্যমে উপস্থাপিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।সঙ্গীতে আসর মাতালেন হায়দার আলি,লক্ষণ চন্দ্র ওঝা,সুতৃপ্তা মন্ডল, রথীন্দ্রনাথ দাস,আলোক দত্ত, স্মৃতিকণা মাসান্ত, সুনন্দা দাস,ইলা চক্রবর্তী,নারায়নী মান্না, সংঘমিত্রা দাস, অনিন্দ্য সুন্দর সেন সহ অন্যান্যরা।আবৃত্তিতে উপস্থিত সবার হৃদয় জিতলেন সুতনুকা মাইতি,নবনীতা বসু,শিঞ্জিনী পাল, অরূপ চ‍্যাটার্জী,বনানী সাহা মল্লিক,অরণ‍্য মুখোপাধ্যায়,অনিন্দিতা শাসমল প্রমুখ।সমবেত ও একক নৃত্য আসর জমালেন শ‍্যামলী সাহা, নবনীতা বসু,ঈশিতা চট্টোপাধ্যায়,শ্রাবণী দত্ত, রাজীব খান,সোমা চট্টরাজ,ত্রিপর্ণা ভট্টাচার্য্য অর্পিতা মন্ডল,সহেলী খান,আলো শাসমল,সোমা মন্ডল, অন্তরা সরকার,শাশ্বতী শাসমল,তপস্বিনী ভট্টাচার্য,রাজনারায়ণ দত্ত সহ অন্যান্যরা। পাশাপাশি নৃত্যে অংশ‌ নিলেন “লোকছন্দ””নৃত্য বিতান” ও “তালম”সংস্থার শিল্পীবৃন্দ। হাস‍্যরসাত্মক মজাদার শ্রুতিনাটকে সবার হৃদয় জিতলেন মেদিনীপুরের প্রখ‍্যাত বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল। অনুষ্ঠানের শেষ পর্বে হায়দার আলির কন্ঠে সুমধুর লোকসঙ্গীতের সাথে উপস্থিত সমস্ত নৃত্য শিল্পীদের সমবেত নৃত্য সমগ্র অনুষ্ঠানটিকে অন‍্য মাত্রায় পৌঁছে দেয়। যন্ত্রসংগীতে যোগ‍্য সঙ্গত দিয়ে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন প্রদীপ দাস,পরেশ দাস, বিদ‍্যুৎ বিকাশ দাস ও অরুণ চট্টরাজ।অনুষ্ঠানটিকে সুচারুভাবে সঞ্চালনা করেন হায়দার আলি ও লক্ষণ চন্দ্র ওঝা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে আইনজীবী শামলেন্দু কৃষ্ণ মাইতি,বিশিষ্ট কবি আরণ্যক বসু,শিল্পী সুদীপ মাইতি,রত্না দে,ভারতী ব্যানার্জী, জয়ন্ত মন্ডল,চিত্তরঞ্জন দাশ সহ মেদিনীপুরের সংস্কৃতি ও অন্যান্য জগতের বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ প্যাটেলের জন্মদিনে একতা দৌড়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here