ভগবানগোলায় দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০হাজার টাকার চেক প্রদান

0
69

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আর কদিন পরেই দুর্গাপুজো। গত কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুজো কমিটিগুলোকে এবারেও ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড়, মকুব করা হয়েছে পুজোর লাইসেন্স ফি-ও।

check distribution
চেক প্রদান। নিজস্ব চিত্র

আর সেইমতো দুর্গাপুজো উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হল ভগবানগোলা দুর্গাপুজো কমিটিগুলোর হাতে। পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দেন ভগবানগোলা থানার পুলিশ। এদিন উপস্থিত ছিলেন ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলির প্রতিনিধি ইব্রাহিম শেখ।

check distribute
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হল তালিবপুরে

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হওয়ায় প্রথমে নির্বাচন কমিশন থেকে তাঁকে এই অনুদান দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ভোটপর্ব শেষ হতেই গত শনিবার রাজ্যকে অনুমতি দেওয়া হয়েছে এই অনুদান দেওয়াতে। পুজোকমিটি গুলিকে অনুদান দেওয়া হলেও, লক্ষীর ভান্ডারের প্রথম ধাপের অর্থ পেতে কিছুটা অপেক্ষা করতে হবে বলে চারটি জেলাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোচবিহার, নদিয়া, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় উপনির্বাচন মিটে গেলেই ওই জেলাগুলির আবেদনকারীরা টাকা পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here