পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি কৃষকরা। এদিন গোয়ালপোখর ১ নং ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের কৃষক বন্ধু প্রকল্পের চেক তুলে দেওয়া হল কৃষকদের হাতে। কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি কৃষকরা।
পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৮০০ জন কৃষক, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছে কৃষকরা। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ ৭১৩ জন কৃষকদের হাতে চেক তুলে দেন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু, রানী মৃদ্ধা এবং উপপ্রধান মহম্মদ রাহি, অঞ্চল সভাপতি ফিরোজ খান, শান্তি রঞ্জন মৃদ্ধা।
পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহি বলেন, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৮০০ জন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছে আজ আমরা ৭১৩ জন কৃষকের হাতে চেক তুলে দেওয়া হল বাকিদের আস্তে আস্তে দেবো।
আরও পড়ুনঃ স্থায়ী করনের দাবিতে অস্থায়ী কলেজ কর্মীদের অবস্থান বিক্ষোভ
এই কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি কৃষক সহ সাধারণ মানুষেরা। কারণ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুযোগ-সুবিধা কৃষকরা যেন আরও পায় এটাই কামনা করি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584