নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এক দশকেরও বেশি পুরোনো জোড়া মামলার তদন্তে এনআইএ -এর জেরার মুখে এখন ছত্রধর মাহাতো।শালবনির কোবরা ক্যাম্পে ডেকে শুক্রবার টানা চারঘণ্টা জেরার পর তদন্তকারীদের নির্দেশ মেনে তিনি জেরার জন্য শনিবারও হাজির হয়েছেন।
বেলা ১১টা নাগাদ তিনি শালবনির ওই ক্যাম্পে পৌঁছে যান। হঠাৎ ১১ বছরের পুরোনো মামলায় কেন এনআইএ’র এত তৎপরতা? এ প্রশ্নের উত্তরে অবশ্য রাজনৈতিক অভিসন্ধিই দেখছেন একদা জঙ্গলমহলের নেতা। ছত্রধরের কথায়, ”আমি রাজনৈতিক দলে যোগ দিয়েছি।
রাজনৈতিক প্রতিহিংসা থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা বলার অবকাশ রাখে না।” তার আইনজীবী কৌশিক সিনহা বলেন, “এগারো বছরের পুরোনো একটি মামলা এটি। যা বিচারের দোরগোড়ায়। সেখানে নতুন করে তদন্তের উপর আইনগত প্রশ্নচিহ্ন আছে।”
আরও পড়ুনঃ ফের রাজ্যের দুই কলেজে মেধা তালিকায় সানি লিওনের নাম! তদন্তে নামল পুলিশ
আরও পড়ুনঃ ‘যত কোভিডে মৃত্যু হয়েছে তার জন্য দায়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’ – কৈলাশ বিজয়বর্গীয়
জঙ্গলমহলের ওই দুটি নাশকতার মামলার তদন্তভার সম্প্রতি এনআইএ’র হাতে দিয়েছে কেন্দ্র। তারপরই তৎকালীন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতোকে জেরার তোড়জোড় শুরু করেন তদন্তকারীরা। লকডাউন পরিস্থিতিতে প্রথমে তাকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল জেরার জন্য। ছত্রধর জানান যে যানবাহন অপ্রতুল, তিনি যেতে পারবেন না। এরপর এনআইএ সিদ্ধান্ত নেয়, মেদিনীপুরে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584