উমার ফারুক,নিউজ ফ্রন্ট,চাঁচল,১০নভেম্বর:
মালদার চাঁচলের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সদরপুর উচ্চ বিদ্যালয়(উ:মা:) এ শিক্ষা ও খেলাধুলার মান্নোয়নের সাথে সাথে মিড -ডে মিলের ও ক্রমশ মান্নোয়ন হচ্ছে।তারই এক অঙ্গ হিসেবে এদিন ছাত্র-ছাত্রীদের মিড – ডে মিলে মুরগির মাংশ পরিবেশন করা হয়।বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ি শিক্ষক-শিক্ষিকা দের বিভিন্ন দল দ্বারাই মিড-ডে মিল পরিচালিত হচ্ছে।সহশিক্ষক এম.ওয়াহেদুর রহমান,সুরজিৎ সরকার, তরুন গাইন,শিক্ষিকা সোনালি গাঙ্গুলি প্রমুখের দল বর্তমানে মিড -ডে মিল পরিচালনা করছে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিত কর্মকার জানান-‘খুব ভালো লাগছে যে বিদ্যালয়ের অন্যান্য সুনামের সাথে সাথে মিড-ডে মিলও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।পড়ুয়ারা দের মাংস খাওয়াতে পেরে খুব ভালো লাগছে।দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।’ পড়ুয়ারা মুরগির মাংস -ভাত খেয়ে খুবই আনন্দিত।তারা দাবি করে মাঝে-মধ্যে যেন তাদের মাংস -ভাত দেওয়া হয়।এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিত কর্মকার বলেন-‘আমি যথাসাধ্য পড়ুয়াদের দাবি পূরনের চেষ্টা করব। তবে তাদের শিক্ষার মানকে যেমন উন্নত করতে হবে তেমন নৈতিক চরিত্রকেও আরো উন্নত করতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584