মধ্যাহ্ন ভোজনে মাংসে খুশি সদরপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা

0
198

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,চাঁচল,১০নভেম্বর:

মালদার চাঁচলের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সদরপুর উচ্চ বিদ্যালয়(উ:মা:) এ শিক্ষা ও খেলাধুলার মান্নোয়নের সাথে সাথে মিড -ডে মিলের ও ক্রমশ মান্নোয়ন হচ্ছে।তারই এক অঙ্গ হিসেবে এদিন ছাত্র-ছাত্রীদের মিড – ডে মিলে মুরগির মাংশ পরিবেশন করা হয়।বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ি শিক্ষক-শিক্ষিকা দের বিভিন্ন দল দ্বারাই মিড-ডে মিল পরিচালিত হচ্ছে।সহশিক্ষক এম.ওয়াহেদুর রহমান,সুরজিৎ সরকার, তরুন গাইন,শিক্ষিকা সোনালি গাঙ্গুলি প্রমুখের দল বর্তমানে মিড -ডে মিল পরিচালনা করছে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিত কর্মকার জানান-‘খুব ভালো লাগছে যে বিদ্যালয়ের অন্যান্য সুনামের সাথে সাথে মিড-ডে মিলও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।পড়ুয়ারা দের মাংস খাওয়াতে পেরে খুব ভালো লাগছে।দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।’ পড়ুয়ারা মুরগির মাংস -ভাত খেয়ে খুবই আনন্দিত।তারা দাবি করে মাঝে-মধ্যে যেন তাদের মাংস -ভাত দেওয়া হয়।এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিত কর্মকার বলেন-‘আমি যথাসাধ্য পড়ুয়াদের দাবি পূরনের চেষ্টা করব। তবে তাদের শিক্ষার মানকে যেমন উন্নত করতে হবে তেমন নৈতিক চরিত্রকেও আরো উন্নত করতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here