শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গত ৪ঠা মার্চ দক্ষিণ দিনাজপুর জেলায় এক বুথ ভিত্তিক কর্মীসভায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় এসে মুখ্যমন্ত্রী এক আদিবাসী শিল্পীকে হারমোনিয়াম বাজাতে দেখেন।
অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী লক্ষ করেন যে, হারমোনিয়ামটি বয়সের ভারে প্রায় অকেজো হতে বসেছে। তাই দেখে মুখ্যমন্ত্রী সভা শেষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের নির্দেশ দেন যে ওই আদিবাসী শিল্পীদের দল দুটিকে নতুন দুটি হারমোনিয়াম জেলা প্রশাসনের তরফ থেকে যেন উপহার দেওয়া হয়।
আরও পড়ুনঃ গাজলে আদিবাসী রীতি মেনে গণ বিবাহে উপস্থিত মুখ্যমন্ত্রী
সেই কথা মতো শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক নিখিল নির্মল ওই দুটি আদিবাসী সম্প্রদায়ের দলকে দুটি নতুন হারমোনিয়াম প্রদান করলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল ছাড়াও অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ, জেলা তথ্য সংস্কৃতির আধিকারিক শান্তনু চক্রবর্তী, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশীষ মজুমদার, জেলা পরিষদের শুভাশিষ পাল সহ অন্যান্য ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ এই দুটি নতুন হারমোনিয়াম পেয়ে খুশি ওই দুটি আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584