‘কমসোমল’ এর উদ্যোগে শিশু কিশোর নাট্য উৎসব

0
87

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Child Comedy Drama Festival in the initiative of Comsomal 3
নিজস্ব চিত্র

এসইউসিআই(সি)-র শিশু-কিশোর সংগঠন “কমসোমল” এর উদ্যোগে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নাট্য উৎসব,দেওয়াল পত্রিকা ও চিত্র প্রদর্শনী হলো শহরের রাঙামাটি হাই স্কুলে।

Child Comedy Drama Festival in the initiative of Comsomal 2
নাটক মঞ্চস্থ হচ্ছে। নিজস্ব চিত্র

জেলার বিভিন্ন অঞ্চল থেকে উনিশটি নাটকের দল ও তিন শতাধিক শিশু-কিশোর এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে।প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে খড়গপুর তালবাগিচার ‘রোবট’, বেলদার ‘সুমনের শপথ’ ও মেদিনীপুরের ‘হিংসুটে’।এছাড়াও অংশগ্রহণকারী সমস্ত দলকেই পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ দাঁতনে নাট‍্য উৎসব

Child Comedy Drama Festival in the initiative of Comsomal 4
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন আঞ্চলিক গল্পকার পরেশ বেরা,এসইউসিআই(সি) দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমল মাইতি, কমসোমল এর রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী,জেলা ইনচার্জ তনুশ্রী বেজ সহ বিশিষ্ট কবি,সাহিত্যিকরা।তনুশ্রী বেজ বলেন – “শিশু কিশোরদের মধ্যে শিক্ষা- সংস্কৃতি-নৈতিকতা ও সমাজবোধ গড়ে তোলার জন্যই এই নাট্য উৎসব”।আগামী দিনে রাজ্যেও এরকম কর্মসূচি হবে বলে জানান রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here