নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এসইউসিআই(সি)-র শিশু-কিশোর সংগঠন “কমসোমল” এর উদ্যোগে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নাট্য উৎসব,দেওয়াল পত্রিকা ও চিত্র প্রদর্শনী হলো শহরের রাঙামাটি হাই স্কুলে।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে উনিশটি নাটকের দল ও তিন শতাধিক শিশু-কিশোর এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে।প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে খড়গপুর তালবাগিচার ‘রোবট’, বেলদার ‘সুমনের শপথ’ ও মেদিনীপুরের ‘হিংসুটে’।এছাড়াও অংশগ্রহণকারী সমস্ত দলকেই পুরস্কৃত করা হয়।
আরও পড়ুনঃ দাঁতনে নাট্য উৎসব
উপস্থিত ছিলেন আঞ্চলিক গল্পকার পরেশ বেরা,এসইউসিআই(সি) দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমল মাইতি, কমসোমল এর রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী,জেলা ইনচার্জ তনুশ্রী বেজ সহ বিশিষ্ট কবি,সাহিত্যিকরা।তনুশ্রী বেজ বলেন – “শিশু কিশোরদের মধ্যে শিক্ষা- সংস্কৃতি-নৈতিকতা ও সমাজবোধ গড়ে তোলার জন্যই এই নাট্য উৎসব”।আগামী দিনে রাজ্যেও এরকম কর্মসূচি হবে বলে জানান রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584