একাধিক কর্মসূচি পালন শিশু বিকাশ কেন্দ্রে

0
24

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার মেদিনীপুর শহরের পাথরঘাটায় অবস্থিত আদর্শ শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে এবং ‘এক আকাশ’ স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হলো নানান কর্মসূচি। এদিন যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের পড়ুয়ারা।

child development centre | newsfront.co
নিজস্ব চিত্র

মাতৃভাষা দিবস কেন্দ্রীক আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু চারাগাছ রোপণ করা হয়। আঁকা প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফায়সাল হোসেন।

tree planting | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, টাউন হাইস্কুলের শিক্ষক কৌশিক দাস, সমাজসেবী বেলাল হোসেন, সমাজকর্মী চন্দ্রিমা সামন্ত, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।

tree | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের পক্ষ থেকে রোশনারা খান কে বিশেষ সম্মান প্রদান করা হয়। এদিন যন্ত্রসংগীত শুনিয়ে কচিকাঁচাদের আনন্দদান করেন চন্দ্রিমা সামন্ত। অন্যদিকে ‘এক আকাশ’ এর পক্ষ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here