নিজামুদ্দিন সেখ,সুতি,মুর্শিদাবাদ:-
মুশিদাবাদ জেলার সুতি ২ ব্লকের জগতাই ২নং গ্রাম পঞ্চায়েতের দফাহাট গ্রামের রুমা দাসের বাল্যবিবাহ রুখে দিল সিনি, চাইল্ড লাইন ও ব্লক প্রশাসন।
রুমাদাস পঞ্চগ্রাম হাই স্কুল এর অষ্টম শ্রেণীর ছাত্রী। বয়স ১৩ বছর।যমজ বোন। বাবা মঙ্গল দাস দিন মজুরের কাজ করে। পিয়ার লিডারদের মাধ্যমে খবর দেয় সিনির ব্লক সুপার ভাইজার বিজয় হাজরাকে। এর ই সঙ্গে খবর কিশোরীরা খবর দেয় চাইল্ড লাইন ১০৯৮ এ। সিনি র ব্লক সুপার ভাইজার বিজয় হাজরা সুতি ২ বিডিও সন্দীপ ভভট্টাচার্য সঙ্গে যোগাযোগ করে এবংবিডিও যাতে বাল্যবিবাহ বন্ধ হয় তার জন্য ব্যবস্থা গ্রহন করেন ।
সিনি,চাইল্ড লাইন ও ব্লক প্রতিনিধি রুমাদাসের বাড়ি গিয়ে বাবা মাকে বুঝিয়ে রুমাদাস এর বিয়ে বন্ধ করেন এবং মুচলেকা লিখে দেন। রুমাদাস খুব ই খুশি সে আবার বিদ্যালয়ে যাবে। সিনি সুতি ২ব্লক স হ জেলার বিভিন্ন ব্লকে শিশু বান্ধব সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584