মনিরুল হক,কোচবিহারঃ
সময়ের আগেই রোগী না দেখে বহির্বিভাগে কর্তব্যরত শিশুরোগ বিশেষজ্ঞের হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেছেন,এমনই অভিযোগ তুললেন রোগীর আত্মীয়রা।আজ সকালে এই ঘটনা ঘটেছে কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
রোগীর আত্মীয় পরিজনেদের মধ্যে মঞ্জু রায়, মল্লিকা দে,গোপাল দে অভিযোগ করে বলেন, ‘আজ সকালে অসুস্থ শিশুকে ডাক্তার দেখাতে আসি হাসপাতালের বহির বিভাগে।লম্বা লাইন দিয়ে টিকিট কেটে এসে ডাক্তারের চেম্বারের সামনে এসে দেখি নির্দিষ্ট সময়ের আগেই ওই ডাক্তারবাবু হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেছেন। তারা আরও অভিযোগ করে বলেন, দুপুর দুটো পর্যন্ত আউট ডোরে রোগী দেখার সময় কিন্তু এখানে এসে জানতে পারি ওই চিকিৎসক দুপুর দেড়টার মধ্যেই হাসপাতা ছেড়ে বেরিয়ে গেছেন।
রোগীর আত্মীয়রা আরও অভিযোগ করে জানান,অনুসন্ধান কেন্দ্রে গেলে তাঁরা অন্য কাউন্টারের কথা বলেন।
আরও পড়ুনঃ হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ,সমস্যায় রুগী ও তার পরিজনেরা
সেখানে গিয়েও কোন চিকিৎসকের দেখা পাওয়া যায় নি বলে জানান চিকিৎসাপ্রার্থীরা।ফলে হাসপাতালের বহির্বিভাগে রোগীকে নিয়ে ডাক্তার না দেখিয়েই বাড়ি ফিরে যেতে হয় বলে রোগীর আত্নীয়দের অভিযোগ।
যদিও এই বিষয়ে কোচবিহার গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারের রাজীব প্রাসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584