নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
“বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয়,বন্ধ্যাত্ব একটি রোগ মাত্র” এই শ্লোগান কে সামনে রেখে নিঃসন্তান দম্পতিদের কাউন্সিলিং হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসানে।রবিবার মুগবসান মুক্ত মঞ্চের ব্যবস্থাপনায়,পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পিপিপি মডেলের আরামবাগ,বাঁকুড়া,বর্ধমানের ইনফারটিলিটি কেয়ার ইউনিটের সহযোগিতায় দক্ষিণবঙ্গে সর্বপ্রথম নিঃসন্তান দম্পতিদের সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং,পেটের ছবি,বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা শিবির হয় মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে।এই শিবিরে মোট ১৬৩ টি নিঃসন্তান দম্পতি ও ২১টি দ্বিতীয় সন্তানের জন্য দম্পতি উপস্থিত হয়ে কউন্সিলিং করান।ভ্রূণ বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ ও ওনার সহযোগী উপস্থিত থেকে দম্পতিদেরকে কউন্সিলিং করেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগবসান পাঁচ নম্বর অঞ্চল সভাপতি হাসানুর জামান, বিশিষ্ট সমাজসেবী রিয়াজুল হক সহ স্থানীয় সমাজসেবীগণ।
আরও পড়ুনঃ থ্যালাসেমিয়া সচেতনতা মূলক সেমিনার
মুগবসান মুক্ত মঞ্চের সম্পাদক ডাক্তার সরফরাজ চৌধুরী।সভাপতি কাজী আব্দুল মাহমুদ বলেন,” বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়,বন্ধ্যাত্ব কেবলমাত্র একটি রোগ ।”এই শিবির নিয়ে এলাকায় বেশ সাড়া পড়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584