চকলেটের তৈরি বাড়ি

0
152

পিয়া গুপ্তা,ওয়েব ডেস্কঃ

পৃথিবীতে এমন কোন মানুষ রয়েছেন কি যার চকলেট পছন্দ না! ছোটো থেকে বড়ো আট থেকে আশি চকলেট সকলেরই পছন্দ।তবে  বাড়িটা যদি মিষ্টি চকলেটের হয়, তাহলে তো সেটা রূপকথার গল্পের মতো মনে হয়। তবে রূপকথার গল্পের পাতায় নয়, সত্যি সত্যি এমন বাড়ি আছে। সেটার অবস্থান ফ্রান্সের প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেভরিসে। পুরো বাড়ি চকলেটের তৈরি। বাড়ির দেয়াল, আগুন পোহানোর জায়গা, ছাদ একেবারে চকলেটের। এখানেই শেষ নয়। ঘরের ভেতরে সাজিয়ে রাখা জিনিস, ঘড়ি, বই, ঝাড়বাতি-সবই চকলেটের। ফুলের বিছানা আর পুকুরের সৌন্দর্য বাড়ানোর জন্য রাখা হাঁসটিও সাদা চকলেটে বানানো। অভিনব এই বাড়ির নকশা করেছেন জ্যঁ-লু দেকলুজঁ।

ছবিঃপ্রতিবেদক

তিনি চকলেট দিয়ে ভাস্কর্য বানিয়ে খ্যাতি অর্জন করেছেন। তাঁর খ্যাতিকে কাজে লাগিয়ে এমন বাড়ির নকশা করে নেয় অনলাইনে হোটেল বুক করার প্রতিষ্ঠান বুকিং ডট কম। পরে তাঁকেই বাড়িটি বানিয়ে দিতে বলা হয়। বাড়িটির আয়তন ১৯৩ বর্গফুট। এটি বানাতে দেড় টন চকলেট লেগেছে। কটেজটিতে একসঙ্গে চারজন থাকতে পারবেন। আর এর জন্য দিনপ্রতি খরচ হবে ৬০ ডলার।

আরও পড়ুনঃ বাঘ আর পাকিস্থান অন্তর্ভুক্তি থেকে রক্ষা পেতেই ঘোষবাড়ির মাতৃ আরাধনার সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here