‘আমি এখনই বিদায় নিচ্ছি না’, অবসরের যাবতীয় জল্পনা উড়ালেন ক্যারিবিয়ান কিংবদন্তি গেইল

0
52

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

কথায় আছে, যার শুরু আছে তার শেষ আছে। অন্যভাবে বললে, প্রতিটি চিত্রনাট্যের বহু রোমাঞ্চকর ঘটনার পরে শেষ আছে। কিন্তু ক্রিকেট নামক চিত্রনাট্যে শেষ নেই ক্যারিবিয়ান কিংবদন্তি, টি-টোয়েন্টি ক্রিকেটের ইউনিভার্স খ্যাত তারকা ক্রিস গেইলের। তার ক্রিকেট কেরিয়ারটা অনেকটা বাংলা গদ্যের ছোট গল্পের মতো, “শেষ হইয়াও হইলো না শেষ। ”

Chris Gayle on his retirement

তা নাহলে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ব্যাটে হাতে নামলেন সতীর্থদের গার্ড অফ অনার দেওয়া দেখে সবাই ভেবেছিলেন এবার হয়তো অবসরে যাচ্ছেন ক্রিস গেইল। কিন্তু তখনই তিনি জানিয়েছিলেন ঘরের মাঠে জামাইকায় খেলে অবসরে যেতে যান। আবারও অবসরের যাবতীয় জল্পনায় জল ঢেলে আবার চর্চায় উঠে এসেছেন তিনি।

তিনি সাম্প্রতিক অবসর প্রসঙ্গকে উড়িয়ে দিয়ে সোশ্যাল সাইটে একটি অ্যাকাউন্টে স্পষ্ট জানিয়েছেন, “আমি এখনই বিদায় নিচ্ছি না।”

টেস্ট হোক কিংবা ওয়ানডে সমস্ত ফরম্যাটে অনবদ্য ব্যাটিং অলরাউন্ডার ছিলেন এই ৪২ বছর বয়সী ক্যারিবিয়ান তারকা। প্রতিটি ফরম্যাটে একজন সফল ব্যাটসম্যান, সঙ্গে স্পিন বোলিংটাও ভালো করতেন। তবে নিজেকে ব্যাপক ভাবে প্রচারের আলোয় এনেছেন টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। এই ফরম্যাটে সর্বকালের সেরা তারকা গেইল-কেই বিবেচনা করা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,০০০ অধিক রান সংগ্রহ করে, টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান গ্রেটার।

আরও পড়ুনঃ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডেভিলিয়ার্স

তবে ক্রিকেট বিশ্বের যে সমস্ত সমর্থক ভেবেছিল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তাঁর কেরিয়ার শেষ। তারা তাঁর এই টুইট ঘিরে আবার স্বপ্ন দেখতেই পারে তাকে জাতীয় দলের জার্সিতে দেখার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here