নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
চন্দ্রকোনা রোডের অগ্রণী সাংস্কৃতিক সংস্থা মনোবীণা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্থানীয় বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হলো ‘এক উত্তাল সময়ের ইতিকথা”।অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
মাল্যদান করেন সংস্থার কর্ণধার কৌশিক হাজরা,সদস্যা শিখা ঘোষসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ভারতের স্বাধীনতা আন্দোলন বিশেষ করে মেদিনীপুরে বিপ্লবী প্রচেষ্টার উপর আধারিত অনুষ্ঠান”এক উত্তাল সময়ের ইতিকথা”,পরিবেশিত হলো দেশাত্মবোধক সঙ্গীত,আবৃত্তি ও ভাষ্যের উপর ভিত্তি করে।সুললিত কন্ঠে সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা ও ভাষ্যপাঠে দর্শকদের মাতিয়ে দিলেন জেলার উদীয়মান বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়,বিশিষ্ট সঞ্চালক পার্থ রানা ও সঞ্চালিকা পারমিতা মন্ডল।বিশেষ করে প্রথমবার চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠান করতে এসে দর্শকদের হৃদয় জয় করলেন মেদিনীপুর শহরের তরুণী বৃষ্টি। সঞ্চলনা,ভাষ্যপাঠ ও নিজের এক আবৃত্তিতে দর্শকদের মন জিতলেন বৃষ্টি।এই অনুষ্ঠানের একটি বিশেষত্ব হলো প্রতিবছরের অনুষ্ঠানে বিভিন্ন অংশগ্রহণকারী শিল্পীদের পারফরমেন্সে উপর উপস্থিত দর্শকরা মার্কিং করেন। এই ফলাফলের ভিত্তিতে ঠিক পরের বছর সেরা শিল্পীদের পুরস্কৃত করা হয়। ২০১৭ সালের অনুষ্ঠানে দর্শকদের বিচারে সেরার সেরা হয়ে এবারের মঞ্চে পুরস্কৃত হলেন আদ্যপ্রান্ত সংস্কৃতিপ্রেম গণিতের শিক্ষক কৌশিক হাজারা।
এবারেরও “এক উত্তাল সময়ের ইতিকথা”র মনোগ্রাহী ভাষ্য রচনা করেছেন কৌশিক বাবু। কৌশিকবাবুর কথায়,ভাষ্য তিনি লিখেছেন ঠিকই কিন্তু তাকে জীবন্তরূপ দিয়েছেন শিল্পীরা। প্রথমবার মনোবীণার হয়ে পারফরমেন্স করতে আসা বৃষ্টির উপস্থাপনায় আপ্লুত আয়োজকরা।তাঁরা বৃষ্টি মুখোপাধ্যায়কে নিয়ে আরও অনুষ্ঠান করতে চান।অন্যদিকে বিদ্যাসাগর মঞ্চে হলভর্তি সমঝদার দর্শকদের সামনে অনুষ্ঠান করতে পেরে খুশি বৃষ্টিও।অন্যদিকে এদিনের অনুষ্ঠানে দূরদর্শন খ্যাত সঙ্গীত শিল্পী জয় ব্যানার্জীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। পাশাপাশি জয়বাবু এদিন বেশকিছু একক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584