বহরমপুরের বিভিন্ন চার্চে যীশু আরাধনা

0
57

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ ২৫ শে ডিসেম্বর বা বড়দিন। এদিন সকাল থেকে বহরমপুরের বিভিন্ন চার্চে প্রভুর উদ্দেশ্যে উপাসনা শুরু হয়। শনিবার সকাল থেকে বহরমপুরের ক্যাথলিক চার্চ ও রোমান চার্চে খ্রীষ্টান ধর্মের মানুষেরা তাদের ঈশ্বর বা প্রভু যীশু খ্রীষ্টের উদ্দেশ্যে শুরু করেন নানা রকম ভাবে আরাধনা।

christmas celebration
নিজস্ব চিত্র

এদিন উপাসনা শেষে একে অপরের সাথে কোলাকুলি বা করমর্দন করেন। চার্চের ফাদার তার ভক্তদের প্রভুর বানী ও কার্যকলাপ সম্বন্ধে অবগত করেন। এদিন চার্চ গুলিকে ফুল ও আলো দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়।

Church
নিজস্ব চিত্র
santa claus
নিজস্ব চিত্র

প্রভুর আরাধনা শেষে  ভক্তদের নিয়ে কেক খাওয়া বা মুখ মিষ্টি করা হয়। চার্চের ফাদার জানান, শনিবার বড়দিন উপলক্ষ্যে অসহায় গরীব মানুষদের বস্ত্র বিতরণ ও রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here