টানা বৃষ্টির জেরে ভেঙে গেল চুনিয়াঝোড়া-হাতিপোতা রাজ্য সড়ক

0
305

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কুমারগ্রাম ব্লকের অন্যতম যোগাযোগের রাস্তা সোম থেকে শুক্রবারের প্রবল বৃষ্টির জেরে ভেঙে গেল। চুনিয়াঝোড়া-হাতিপোতা রাজ্য সড়ক ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গেল চারটি চা বাগানের চুনিয়াঝোড়া,ফাঁসখাওয়া, জয়ন্তী ডিভিশন,রহিমাবাদের কয়েক হাজার শ্রমিক পরিবারের।

Chuniya Jhora-Hatipota state road breaks down

স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবারের পাহড়ে বৃষ্টিতে চুনিয়াঝোড়া-ফাঁসখাওয়ার রাজ্য সড়কের এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ফাঁসখাওয়া চা বাগানের ঝোড়ার জলে রাস্তা ভাঙ্গা শুরু হয় বিষয়টি স্থানীয় প্রশাসনকে একধিকবার জানানো হয়েছিল তখন তাঁরা কোন নজর দেয়নি।ফলে দুর্ভোগে পড়তে হয় হাজার সাধারণ মানুষকে রবিবার থেকে প্রতি রাতের বৃষ্টির জেরে একটু একটু করে রাস্তাটির ভাঙ্গা অংশটি শুক্রবার রাতের বৃষ্টিতে পুরোপুরি ভেঙ্গে পড়ে। ভয়ঙ্কর রূপ ধারন করে রাস্তাটি।

এলাকার ফাঁসখাওয়ার বাসিন্দা প্রয়োজিৎ সরকার জানান,”রবিবার থেকে রাস্তাটি ভাঙতে শুরু হয় প্রতিদিন একটু একটু করে ভেঙ্গে শুক্রবার পুরো রাস্তাটি ভেঙ্গে পড়ে প্রশাসন দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করুক।”

Chuniya Jhora-Hatipota state road breaks down
প্রয়োজিৎ সরকার,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অভিযোগ জানাতেই শুরু পুকুর খননের কাজ

এদিকে চুনিয়াঝোড়ার বাসিন্দা ফাল্গুনী ভৌমিক জানান,”এলাকার বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রচুর সাধারণ মানুষের সমস্য তৈরি হয়েছে ঝোড়ার জলে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার চিকিৎসা জন্য হাসপাতালে যেতে পারছে না অনেকই এছড়াও এলাকার ছাত্রছাত্রী স্কুল কলেজ দিয়ে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে তাঁরা অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রশাসন দ্রুত রাস্তাটি মেরামত করুক নাহলে বহু মানুষের জীবিকা থেকে শুরু বিভিন্ন ভাবে ক্ষতির মুখে পড়তে হবে।”

এবিষয়ে কুমারগ্রাম ব্লকের বিডিও লাকপা শেরিং ভুটিয়াকে ফোন করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here