নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জঙ্গলে চোরা শিকারিদের প্রবেশ রুখতে জঙ্গল সংলগ্ন বনবস্তি গ্ৰাম ও জঙ্গল সংলগ্ন চা বলয়ে যৌথ টহলদারি করা শুরু করল বনদপ্তর ও সিআইএফ।
বুধবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলার কোদালবস্তি রেঞ্জের অন্তগত জঙ্গল সংলগ্ন গ্ৰাম, বনবস্তি, চা বাগানে যৌথ টহলরত চালায় বনদপ্তর ও সিআইএফ।
এদিন কোদালবস্তি রেঞ্জের সংলগ্ন সুভাষিনি চা বাগান থেকে টহলদারি শুরু হয়।
বনদপ্তর সূত্রে খবর কোন উৎসব পার্বণের সময় চোরাশিকারি জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে অতীতে ও দেখা গিয়েছে উৎসবের দিন গুলো যখন সবাই ব্যাস্ত থাকে এবং এই সুযোগে চোরাশিকারি জঙ্গলে প্রবেশ করে তাদের লক্ষ্য বন্যপ্রাণ ও জঙ্গলের মূল্যবান কাঠ। আর এই চোরাশিকারিদের জঙ্গলে প্রবেশ রুখতে উদ্যোগ গ্ৰহণ করছে বনদপ্তর আগামীকাল স্বাধীনতা দিবস এবং এই সময়ে যাহাতে জঙ্গলে চোরাশিকারিরা প্রবেশ করতে না পারে তার জন্য যৌথ টহলদারি চলছে।
বনদপ্তরের কর্তারা জানান বন ও বন্যপ্রাণ রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584