সিনির উদ্যোগে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালন

0
62

জৈদুল শেখ, মুর্শিদাবাদঃ

ওয়ার্ল্ড হেলথ মেন্সট্রুয়াল হাইজিন ডে অর্থাৎ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসে সিনির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার ২৬টি  ব্লকে পালিত হলো এই দিনটি। এই দিনের সভায়  উপস্থিত ছিলেন BMOH, BPN,HEALTH SUPERVISOR,ANM,ASHA,ANWESHA COUNCILLOR & Adolescent girls.

.তাঁরা কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করান। কিশোরীরাও নিজেদের বন্ধু দলের সঙ্গে এই মাসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে। এই অনুষ্ঠানের ২৬টি ব্লকের প্রায় ৫৫০০ জন কিশোরী উপস্থিত ছিলো এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের সরকারি সাস্থ্য আধিকারিকগণ, পঞ্চায়েত এর আধিকাকির এবং সিনি-র কর্মীবৃন্দ ।এই অনুষ্ঠান টিতে বিভিন্ন ব্লকের কিশোরী ও পিআর লিডাররা তাদের অন্যান্য কিশোরী গ্রুপ এর সাথে মাসিক স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here