সিএএ-র মাধ্যমে গান্ধিজির স্বপ্নপূরণ হয়েছে বলেই মনে করেন রাষ্ট্রপতি

0
28

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-র মাধ্যমে মহাত্মা গান্ধির ইচ্ছাপূরণকেই সায় দেওয়া হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের ভাষণে সিএএ প্রসঙ্গে এমনটাই বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তিনি বলেন, ‘‘আমি খুশি যে সিএএ করে মহাত্মা গান্ধীর ইচ্ছের মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের সংবিধান দেশের নাগরিকদের কর্তব্যবোধ নির্দিষ্ট করেছে। আলোচনা, বিতর্কই গণতন্ত্রকে মজবুত করে বলে সরকার বিশ্বাস করে।’’

Ram Nath Kovind | newsfront.co
চিত্র সৌজন্যঃ আজ তক

এ দিন সেন্ট্রাল হল-এ ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘‘আমাদের সংবিধান এই সংসদ ও তার সদস্যের থেকে এটাই প্রত্যাশা করে যে, তাঁরা দেশবাসীর আশা-আকাঙ্খা পূরণ করবেন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবেন’’। রাষ্ট্রপতি আরও বলেন যে এই দশক খুবই গুরুত্বপূর্ণ এবং নয়া ভারতের উন্নয়নে সকলের জোর দেওয়া উচিত। পাশাপাশি অযোধ্যা রায়ের প্রসঙ্গে দেশবাসীর ভূমিকার প্রশংসা করেন কোবিন্দ।

আরও পড়ুনঃ সিএএ-এনআরসি নয়, আসন্ন বাজেট নিয়ে চিন্তিত গেরুয়াবাহিনী

জাতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এ দিন বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘গরিব, মহিলা, শিশুদের ক্ষমতায়ন করতে চাই আমরা। গরিবদের আর্থিক ক্ষমতায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করছি, এবারের অধিবেশনে কার্যকরী আলোচনা হবে’’।

জানা গেছে, শনিবার বাজেট পেশের আগে আজ আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট অধিবেশনের তারিখ ৩ এপ্রিল পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here