খড়গপুরে সিআইটিইউ’র সম্মেলন

0
56

নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ

রবিবার খড়গপুর শহর পূর্ব এরিয়া সিআইটিইউ (CITU) সমন্বয় কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল “কমরেড মনোজিত দত্ত” মঞ্চে। ৮৭ জন‌ প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন হয়।

CITU
নিজস্ব চিত্র

আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাণ, পরিবহন, রিক্সা, টেলারিং, পার্শ্ব শিক্ষক প্রভৃতি ট্রেডের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক প্রতিনিধিরা। সম্মেলনের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রেলওয়ে পেনশনার্স সংগঠনের সদস্য-সদস্যারা। সম্মেলন উদ্বোধন করেন সিআইটিইউ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন রেল, বিদ্যুৎ, আইআইটি সহ অন্যান্য গনসংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন রেল শ্রমিক নেতা অজিত ঘোষাল।

CITU Meeting
নিজস্ব চিত্র

এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ’র জেলা ওয়ার্কিং কমিটির সদস্য সবুজ ঘোড়াই, অসিত সরকার , শ্রমিক নেতা অমিতাভ দাস, মহিলা নেত্রী স্মৃতিকথা দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। রিপোর্টের ওপর আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুনঃ সরকারি চাকরির দুশ্চিন্তা ছেড়ে ব্যবসায় রাজ্য লীগ টুর্নামেন্ট জয়ী ফুটবল প্রেমী বাপ্পা

জনবিরোধী শ্রমিক কোড ও কৃষি আইনের বিরোধী সহ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। ১৮ জনের সমন্বয় কমিটি গঠিত হয়। আহ্বায়ক হন জয়দীপ বোস, কোষাধ্যক্ষ শংকর হালদার। সমাপ্তি ভাষণ দেন সিআইটিইউ -এর জেলা ওয়ার্কিং কমিটির সদস্য সবুজ ঘোড়াই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here