নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের মৌলানিজোত এলাকা থেকে ভারতীয় সিভেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় আহত হন এক বনকর্মী।জানা গিয়েছে, এদিন মৌলানিজোত এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ্রের বাড়ির রান্নাঘরে প্রথমে দেখতে পান।
এই ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। এরপর তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন ঘোষপুকুর বনবিভাগে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর বনবিভাগের রেঞ্জর সোনম ভুটিয়া-সহ বনকর্মীরা। এরপর বনকর্মীরা যখন ওই ভারতীয় সিভেটিকে উদ্ধার করতে যায় তখন এক বনকর্মী আহত হন। আহত ওই বনকর্মীকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে। যদিও সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এরপর ওই সিভেটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এলাকার বাসিন্দার মধ্যে আতঙ্ক রয়েছে।এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জরের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন যে, আমাদের খবর দেওয়া হয় যে চিতাবাঘ বেরিয়েছি। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি সেইটা চিতাবাঘ নয় তবে ভারতীয় সিভেট।
সেইটা উদ্ধার করতে গিয়ে আমাদের এক কর্মী আহত হন। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন। উদ্ধার হওয়া ভারতীয় সিভেটিকে সুকনা রেসকিউ সেন্টারে পাঠানো হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমরা বনবিভাগ সময় মানুষের সেফটির জন্য তৈরি আছি।
আরও পড়ুনঃ মথুরাপুরে মোবাইল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা
এদিন আরও দু’জায়গায় চিতাবাঘের খবর মিলেছে। সেখানেও গিয়েছিলাম আমরা সব রকম ভাবে তৎপর আছি। যদিও এই সময়টা ফাঁসিদেওয়া, খড়িবাড়ি, নকশালবাড়ি ব্লকে হাতি ও চিতাবাঘ বার হয় তার জন্য আমরা তৈরি আছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584