নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নাইট ডিউটি করে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক পুলিশের। স্থানীয় সূত্রে জানা যায়, সুরুলিয়া এলাকায় একটি ট্রাক নয়ানজুলিতে উল্টে যায়।
উল্টে যাওয়া ট্রাকের তলায় চাপা পড়ে এক সাইকেল আরোহী। পাশে সাইকেল পড়ে থাকা দেখে স্থানীয়রা অনুমান করে আরোহীর চাপা পড়ার কথা এবং বেলডাঙ্গা থানায় খবর দেয়।
আরও পড়ুনঃ জোড়া খুনের ঘটনায় আতঙ্ক লঙ্কাপাড়া চা বাগানে
পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেলডাঙা থানায় নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, মৃত হায়দার আলি বেলডাঙ্গা থানায় সিভিক পুলিশের কাজ করত। এদিন ডিউটি সেরে বাড়ি যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
দুটি বাচ্চা-সহ ছয়জনের পরিবারে একমাত্র হায়দারই উপার্জন করতেন। তার এই অকাল মৃত্যুতে হতাশায় ভেঙে পড়েছে পুরো পরিবার। সহকর্মীকে হারিয়ে বেলডাঙা থানার সিভিক পুলিশদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584