রোড সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে নাটক

0
80

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুরঃ

Civic Volunteers initiative to increase road awareness
নিজস্ব চিত্র

৩১ শে জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে চলছে রোড সেফটি উইক। আজ ছিল তার শেষ দিন। আর এই শেষ দিনে বালুরঘাট থানার উদ্যোগে একটি কুইজ ও দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা একটি নাটক মঞ্চস্থ হয়। কন্যাশ্রী,সেফ ড্রাইভ সেভ লাইফ উপকারিতা সম্পর্কিত এই নাটকটি নির্দেশনা থেকে শুরু করে মঞ্চায়ন সব কিছুই তৈরি করেছেন এই সিভিক ভলেন্টিয়াররা।

আরও পড়ুনঃ দিনহাটায় বেআইনী পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার

এই অনুষ্ঠান উপলক্ষ্যে আজ বালুরঘাট থানায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বালুরঘাটের ডিএসপি সদর ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত সহ অন্যান্য পুলিশের আধিকারিকরাও।

সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা অবহেলার বলি নামে এই নাটকটিতে বংশীহারী থানার সিভিক ভলেন্টিয়ারদের হাতে পুলিশ আধিকারিকরা ট্রফি তুলে দিয়ে উৎসাহিত করেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিভিক ভলেন্টিয়ারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে পুলিশ আধিকারিক প্রত্যেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here