সুদীপ পাল, বর্ধমানঃ
চীনের করোনা ভাইরাসের সংক্রমনের খবর প্রকাশ্যে আসার পরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। বর্ধমান জেলায় করোনা ভাইরাস আক্রমণের কোন খবর আপাতত না থাকলেও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সামিল হয়েছে আইসোলেশন ওয়ার্ড তৈরিতে।
আরও পড়ুনঃ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি যুবক
সম্প্রতি দুটি শয্যা সংরক্ষিত রাখা হয়েছে সংক্রামক রোগীদের জন্য। যদিও বর্ধমানের বাসিন্দাদের দাবি আরও বাড়ানো হোক শয্যা সংখ্যা।
চিকিৎসকদের একাংশ বলছেন, সংক্রামক রোগের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করলে একদিকে সংক্রমণ ছড়িয়ে যেমন পড়ে না তেমনই রোগীদের চিকিৎসা করতেও সুবিধে হয়। করোনা ভাইরাস নিয়ে আলোচনা হলেও আইসোলেশন ওয়ার্ড গড়ে তুলতে কি ধরনের পরিকাঠামো দরকার সে নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাসপাতালে ডেপুটি সুপার অমিতাভ সাহা।
সংক্রামক রোগের ক্ষেত্রে যাতে মানুষকে সঠিক ভাবে পরিষেবা দেওয়া যায় সে জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আইসোলেশন ওয়ার্ডের উন্নতির জন্য ৯.৮৭ কোটি টাকার একটি বাজেট অনুমোদিত হয়েছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584