সমুদ্রগড়ে সোস্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষের,গ্রেফতার ৩১

0
94

শ্যামল রায়,কালনাঃ

নাদনঘাট থানার সমুদ্রগড় চর গোয়াল পাড়ায় ফেসবুকে এলাকার মহিলাদের অশ্লীল ছবি পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করার অভিযোগে আহত হন কমপক্ষে ত্রিশ জন।
এরমধ্যে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দশজনকে আর কুড়ি জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।এর মধ্যে পাঁচজন  মহিলা।ব্যাপক বোমাবাজি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে স্থানীয় ৩১ জনকে গ্রেফতার করে নাদন ঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে গত কয়েকদিন ধরে ভুয়া নামে ফেসবুক খুলে কেউবা কারা এলাকার মহিলাদের অশ্লীল ছবি তুলে পোস্ট করার অপরাধে শোরগোল পড়ে যায় এলাকায়।এলাকার মানুষ স্থানীয় এক যুবককে এই ব্যাপারে সন্দেহবশত ধরে ফেলে এবং পুলিশের সামনে আলোচনা শেষে সাময়িকভাবে একটা মীমাংসা হয়ে যায়। এলাকার মানুষ যে যুবককে সন্দেহ করে ধরে সে ক্ষমাও চেয়ে নেয় কিন্তু তার মনে মনে একটা রাগ থেকে যায়। ঈদের নামাজ শেষ হতেই ওই যুবকের নেতৃত্বে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের মধ্যে অশান্তির ফলে ব্যাপক বোমাবাজি হয় এবং ধারালো অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা করে বলে অভিযোগ।ঘটনাস্থলে  র‍্যাফ পর্যন্ত নেমে পড়ে। পুলিশ ও ব্যাপক অভিযান শুরু করে দেয়।

আরো পড়ুনঃ ফেসবুকে প্রেম,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

এলাকার ৩১ জনকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে পুলিশ। এলাকায় পুলিশ টহল রয়েছে এবং নজরদারি রেখেছে নাদন ঘাট থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় পুরুষশূন্য বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আতঙ্কের পরিবেশ এলাকায় রয়েছে বলে বৃহস্পতিবার জানা গিয়েছে তবে পুলিশ সূত্রে খবর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here