নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৩ নং ধনেশ্বরপুর অঞ্চলের সাঙ্গাড় এলাকা। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় দোকান,বাইক।
গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপদ সিং ও গঙ্গারাম দে নামে দুই তৃণমূল কর্মী চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, সুপার সাইক্লোন আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল তুলে দিতে শনিবার এলাকায় আসেন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।
তিনি ফিরে যাওয়ার পরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি দুই শিবির। ঘটনায় মাথা ফাটে তৃণমূল কর্মীর। আহত অবস্থায় তৃণমূল কর্মীকে প্রথমে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি ভাঙড়ে, আহত ৮
যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। শনিবার রাত থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। করোনা আতঙ্কের মধ্যেই রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584