নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
লকডাউনের মধ্যে রাজ্যে প্রথম কেবেল টিভির মাধ্যমে জেলার সমস্ত প্রাথমিক পড়ুয়াদের জন্য দৈনিক ক্লাস চালু করার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।জেলার মোট ৬টি ব্লকের ৮৪০ টি প্রাথমিক স্কুলের ৬৬ হাজার ছাত্র ছাত্রীদের সিংহ ভাগকে ওই টেলিভিশন ক্লাসের আওতায় আনা যাবে বলে আশাবাদী জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে হোয়াটসঅ্যাপেের মাধ্যমে পঠন-পাঠন শুরু করা হলেও, আলিপুরদুয়ার জেলার প্রাথমিক পড়ুয়াদের বেশির ভাগের বাড়িতেই স্মার্ট ফোন নেই বলে এক সমীক্ষায় জানতে পেরেছেন প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। কিন্তু কেবেল টিভির সংযোগ রয়েছে বেশির ভাগ পড়ুয়ার বাড়িতে। লকডাউনের প্রথম পর্যায়ে সংসদের তরফে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পঠন-পাঠন শুরু করা হলেও, মাঝপথেই ভেস্তে যায় ওই প্রয়াস।
আরও পড়ুনঃ সোমবার থেকে মালদহে সরকারি বাস চালাবে প্রশাসন
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, টানা লকডাউনের পঞ্চাশ দিন পেরিয়ে যাওয়ার পর স্কুল বন্ধ থাকার কারণে ক্রমশই পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে খুদে পড়ুয়ারা। তাই আর কোনো রকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি আগামী সোমবার থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে প্রত্যেকটি শ্রেণীর পড়ুয়াদের জন্য শুরু করা হচ্ছে এক ঘন্টার ওই টেলিভিশন ক্লাস।
বাংলা মাধ্যমের সাথে সাথে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্যেও পৃথক টেলি-ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ওই টেলিভিশন ক্লাসের জন্য সংসদকে সহায়তা করছে স্থানীয় এক কেবেল সংস্থা ও স্থানীয় একটি কেবেল টেলিভিশন চ্যানেল। জেলার বাছাই করা শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে নিয়মিত ভাবে ক্লাস গুলি করানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584