নিউজফ্রন্ট ,মেদিনীপুর
উৎসব পরবর্তী পরবর্তী পরিবেশ দূষণ প্রতিরোধ অভিযানে এগিয়ে এলো খুদে পড়ুয়ারাও।
অবিভক্ত মেদিনীপুরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে এই অভিযান চালানো হয় শনিবার বিকেলে ।অভিযান চালানো হলো কেশপুর ব্লকের খাসবাড় দুর্গাপূজা মন্ডপ প্রাঙ্গন ও তৎসংলগ্ন খাসবাড় হাইস্কুল মাঠ ,মাঠ সংলগ্ন রাস্তাএবং নলডিহী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ।
এই সব জায়গায় পড়ে থাকা থার্মোকল, পলিথিন, প্লাসটিক, প্লাসটিকের চায়ের কাপ, গ্লাস, অাইসক্রিমের খালি কৌটা সহ আবর্জনা সংস্থার উদ্যোগে পরিষ্কার করা হলো ঘন্টা তিনেকের প্রচার অভিযানে।কুইজ কেন্দ্রের এই অভিযানে যোগ দিলের পূজা কমিটিরও লোকজন। মাঠ সাফাই হচ্ছে দেখে সাফাই অভিযানে সামিল হলেন মাঠে খেলতে আসা শহিদ ক্ষুদিরাম ফুটবল একাডেমীর বিশ্বজিৎ হেমরম, গৌতম হেমরম,আনফা হাঁসদার সহ অন্যান্য খেলোয়াড়রা।
সাফাই অভিযানে বড়দের পাশাপাশি সামিল হলো স্থানীয় সহজপাঠ কোচিং সেন্টারের কচিকাঁচারাও। কুইজ কেন্দ্রের পক্ষে শিক্ষক স্নেহাশীষ চৌধুরী ও চঞ্চল হাজার জানান উৎসব ও মেলার পরে মাঠের পরিবেশ দূষিত হয়,এই মাঠ গুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। অভিযানে সামিল হওয়া শিক্ষিকা শবরী বসু বলেন পরিবেশ দূষণ প্রতিরোধে মানুষকে আরো সচেতন হতে হবে। শনিবার বিকেলের এই অভিযান শামিল হন খাসবাড় হাইস্কুলের শিক্ষক শ্যামল পড়িয়া, পূজা কমিটির সম্পাদক প্রফুল্ল জানা, শিক্ষক চঞ্চল হাজরা, শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, শিক্ষিকা শবরী বসু, সৌনক সাহু, মনিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, সহজপাঠ কোচিং সেন্টারের কর্ণাধার প্রশান্ত কোলা সহ আরো অনেকে । সাফাই অভিযানের পাশাপাশি চলতে থাকে পরিবেশ সচেতনতা বিষয়ক প্রচার।
সংস্থার পক্ষে সুদীপ খাঁড়া ও সৌনক সাহু জানান তাঁরা এর আগে মেদিনীপুর শহরে, ঝাড়গ্রামে এবং গিধনীতে এই ধরণের অভিযান চালিয়েছেন। এবং আগামী ১৩ তারিখ কেশপুর ব্লকের আনন্দপুরে এই ধরণের অভিযান সংস্থার উদ্যোগে চালানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584