জাতীয় স্তরে কাবাডি খেলার ছাড়পত্র পেল কালিয়াগঞ্জের সবিতা

0
49

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সবিতা দেবশর্মা জাতীয় স্তরে কাবাডি খেলায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেল।বৃহস্পতিবার নদীয়া থেকে সবিতার কাবাডি কোচ মিঠুন বর্মন এই খবর জানায়।

সবিতা দেবশর্মা।নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সবিতা।কাবাডি খেলায় জাতীয় স্তরে যাবার খবর শুনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী বলেন, ‘সবিতার জাতীয় স্তরে যাবার সবরকম সহযোগিতা বিদ্যালয় করবে।

আমরা সবিতার পাশেই আছি।ও আমাদের গর্বের মেয়ে।’ অপর দিকে উত্তর দিনাজপুর বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রবীর গুহ বলেন ‘সবিতা দেবশর্মা জাতীয় স্তরে কাবাডি খেলার জন্য নির্বাচিত হয়েছে এটা আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিদ্যালয়ের গর্বের ব্যাপার।’ জাতীয় স্তরে খেলতে যাবার জন্য সব রকম সহযোগিতা সবিতাকে দেওয়া হবে বলে প্রবীরবাবু জানান।

আরও পড়ুনঃ  ফুটবল টুর্নামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জানা যায় সবিতা অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে।বাবা গোবর্ধন দেবশর্মা কৃষি কাজ করেই কোন রকমে সংসার চালিয়ে থাকে।সবিতার কাবাডি কোচ মিঠুন বর্মন বলেন, সবিতা অত্যন্ত কষ্ট করে কাবাডি খেলে আসছে মনমোহন বালিকা বিদ্যালয়ে অনুশীলনের মাঠ না থাকায় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে অনুশীলন করে থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here