বকেয়া না মিটিয়েই বন্ধ চা বাগান

0
49

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

বন্ধ হয়ে গেল উওরবঙ্গের আরও একটি চা বাগান। এবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভোজনারায়ণ চা বাগান। জানা গিয়েছে যে, গত শনিবার চা শ্রমিকদের ১৫ দিনের বকেয়া টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন বকেয়া টাকা না পেয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকরা। এরপর মালিক পক্ষের তরফে জানানো হয় যে, পরের দিন সেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে। সেই কথা মতো শ্রমিকরা চা ফ্যাক্টরিতে যান।

Closed tea garden without giving arrears
তালাবন্ধ গেট। নিজস্ব চিত্র

সেখানে গিয়ে দেখতে পান বন্ধ রয়েছে অফিস চত্বর। শ্রমিকরা ভেবেছিলেন রবিবার জন্য অফিস রয়েছে। এ দিন সকালে কাজে যোগ দিতে এসে তাঁরা দেখতে পান গেটে তালা ঝুলছে। এই দেখে তাঁরা বাগানের গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Closed tea garden without giving arrears
বিক্ষোভে সামিল চা বাগান শ্রমিক। নিজস্ব চিত্র

এ বিষয়ে চা শ্রমিক নন্দ কিশোর বলেন, আমরা কোনও কিছু বুঝে ওঠার আগেই কোনও নোটিশ না দিয়ে এ দিন গেটে তালা দিয়ে বন্ধ করে দেয় মালিক পক্ষ। আমরা ভেবেছিলাম রবিবার জন্য গতকাল অফিস বন্ধ ছিল। কিন্তু এ দিন এসে দেখি পুরোপুরি বন্ধ করে দিয়েছে চা বাগান।

Closed tea garden without giving arrears
বন্ধ চা বাগান। নিজস্ব চিত্র

বেশ কিছুদিন ধরেই আমাদের বকেয়া বেতন দেওয়া নিয়ে ঘোরাচ্ছিলেন মালিকপক্ষ। কিন্তু আজও সেই টাকা পাইনি। আমরা এখন চাই যত দ্রুত সম্ভব আমাদের বকেয়া বেতন মিটিয়ে দিক মালিক পক্ষ। আর তা যদি না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।

Closed tea garden without giving arrears
গেটের সামনে বিক্ষোভে বসেছেন মহিলা শ্রমিকরাও। নিজস্ব চিত্র

অন্য আর এক মহিলা চা শ্রমিক অনিমা ডুমডুম বলেন যে, আমরা এখন কী করব কিছুই বুঝতে পারছি না। আমরা এই চা বাগানের উপরেই নির্ভর করে চলি। তাই রাজ্য সরকারের কাছে আবেদন করছি যাতে এই বাগানটি খুব তাড়াতাড়ি খুলে যায় এবং আমাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here