নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আসন্ন শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে গরিব দুস্থ ছেলে মেয়েদের পাশে দাঁড়াল কামাখ্যাগুড়ি ভলেন্টারী অর্গানাইজেশন।সোমবার শুভ মহালয়া উপলক্ষে কামাখ্যাগুড়ির সলগ্ন এলাকা তেলিপাড়ার একটি বেসরকারী স্কুলে প্রায় ১৫০ জন ছেলে মেয়ের হাতে নতুন বস্ত্র তুলে দিল কামাখ্যাগুরি ভলেন্টারী অর্গানাইজেশন।
এদিন ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে নাচে গানে মেতে ওঠে সংগঠনের সদস্যরা এছাড়া সংগঠনের সদস্যরা বাচ্চা ছেলে মেয়েদের আগামী দিনে উজ্জল ভবিষ্যৎ গড়ে তুলতে কি কি করণীয় সে বিষয়ে কথা বলেন।উপস্থিত ছিলেন কামাখ্যাগুড়ির বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্ত রায়।কামাখ্যাগুড়ির ভলেন্টারী অর্গানাইজেশন সম্পাদক পার্থ সাহা।সংগঠনের সদস্য হরিশঙ্কর দেবনাথ,রিয়াশ্রী মদন মোচারী সহ অন্যান্যরা।
কামাখ্যাগুড়ি ভলেন্টারী অর্গানাইজেশন সম্পাদক পার্থ সাহা জানান,কামাখ্যাগুড়ি ভলেন্টারী অর্গানাইজেশন উদ্যোগে আজ কামাখ্যাগুড়ির পার্শবর্তী এলাকা তেলিপাড়া একটি স্কুলে ১৫০জন গরিব ছেলে মেয়েদের নতুন জামাকাপড় তুলে দেওয়া হল। পুজোর ষষ্ঠীর দিনে তাদের এই রকম-ই পরিকল্পনা রয়েছে।”আমরা মানুষের পাশে আছি ও আগামী দিনে থাকব” বলে জানান অর্গানাইজেশন এর সম্পাদক।
আরও পড়ুনঃ ক্রিয়েটিভ ডান্স একাডেমীর প্রথম বার্ষিক অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584