সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দূর্গা পূজা উপলক্ষ্যে দুস্থ প্রবীন নবীনদের বস্ত্র বিতরন করলেন এলাকার বিধায়ক দীপক হালদার।ডায়মন্ড হারবার বিধানসভা মোট পাঁচ হাজার জনকে বস্ত্র দিয়ে পূজার উপহার দেন বিধায়ক দীপক হালদার।ডায়মন্ড হারবার স্টেশন মোরে এই সমারহের আয়োজন হয়।বাঙালির দূর্গা উৎসবকে আনন্দ মূখর করে তুলতে। প্রবীনদের শাড়ি,লুঙ্গি ও ধূতি প্রদান করেন। অন্যদিকে নবীনদের জন্য সালোয়ার,হাফপ্যান্ট প্রদান করেন।
দুস্থ সম্প্রদায় মানুষদের মধ্য ষষ্ঠির দিনই এই কর্মযজ্ঞের আয়জন করা হয়।ডায়মন্ড হারবার বিধায়ক দীপক কুমার হালদারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ার পার্সন মীরা হালদার,ভারত সেবাশ্রমের মহারাজ ত্যাগোপ্রমানন্দজি মহারাজ।এদিন দীপক হালদার বলেন বাঙালির আনন্দমুখর বড় পূজা বলতে দূর্গা পূজা।এই পূজাতে সবায়ের নতুন জামাকাপড় পড়ার মতো অবস্থা নেই।যাদের বিকিকিনির ক্ষমতা নেই।তাদের জন্য নতুনবস্ত্র প্রদান করেন।ডায়মন্ড হারবারকে উৎসব মুখর করে তোলেন দীপক বাবু।বিধায়ক তহবিলের পাশাপাশি নিজের ব্যাক্তিগত তহবিল থেকে বস্ত্র প্রদানের আয়োজন করা হয়।অন্যদিকে এদিনই দূর্গা পূজার দর্শনার্থীদের জন্য জলছত্রর আয়োজন করেন।
আরও পড়ুনঃ বিদ্যালয়ের শরৎ বন্দনায় কচিকাঁচাদের মনোজ্ঞ অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584