নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ বছর বয়সী স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুরেন্দ্রনাথ বেরা করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিৎসকের স্ত্রী সাথী বেরাকে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সি গ্রুপের চাকরি করবেন।এছাড়াও ওই মঞ্চ থেকে মঙ্গলবার ঘোষণা করলেন ১০ বছর ধরে মাওবাদীদের দ্বারা যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারকে এককালীন চার লক্ষ টাকা ও তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা। তিনি বলেন ১০ বছর ধরে মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবারগুলি অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।
আরও পড়ুনঃ কোচবিহার জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান
তাই তাদের পরিবারগুলিকে এককালীন চার লক্ষ টাকা ও তাদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ড -এর চাকরি দেওয়া হবে। মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবারগুলি কয়েকদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। সেই সঙ্গে প্রশাসনের কাছে তারা তাদের দাবির কথা জানিয়েছে।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর, নতুন কলেজ পেল নারায়ণগড়বাসী
তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মঙ্গলবার মাওবাদীদের দ্বারা নিখোঁজ পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ও চার লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। যার ফলে কার্যত খুশি ওই নিখোঁজ পরিবার গুলির সদস্যরা। তারা বলেন, দেরিতে হলেও মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন।
তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমাদের পাশে থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়ানোয় আমরা এবার বেঁচে থাকতে পারবো বলে ওই পরিবার গুলির পক্ষ থেকে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584