গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0
764

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Rescued hanging dead body of housewife
টুম্পা গায়েনের নিথর দেহ।নিজস্ব চিত্র

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীর উপর নিয়মিত অত্যাচার চলত।গতকাল বাড়ি থেকে উদ্ধার সেই স্ত্রীর ঝুলন্ত দেহ৷এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।মৃতা টুম্পা গায়েন(২৭)।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার গোচরনের গঙ্গাদোয়ারা এলাকায়।নয় বছর পূর্বে টুম্পার সাথে বিয়ে হয় গোচরণের বাসিন্দা হরিদাস গায়েনের।তাদের একটি পুত্র সন্তানও রয়েছে৷সম্প্রতি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ে হরিদাস৷নিজের স্ত্রীকে ছেড়ে তার সাথে নরেন্দ্রপুর এলাকায় বসবাসও শুরু করেন।

Rescued hanging dead body of housewife
শোকগ্রস্ত মৃত টুম্পা গায়েনের মা।নিজস্ব চিত্র

এই ঘটনা জানাজনি হওয়ার পর প্রতিবাদ করেন স্ত্রী।তিনি ডিভোর্সও চান।তারই পরেই তার উপর শুরু হয় অত্যাচার। টুম্পার পরিবারের অভিযোগ স্বামীর অত্যাচারের জেরেই মৄত্যু হয়েছে তাদের মেয়ের৷

আরও পড়ুনঃ সাঁকরাইলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Rescued hanging dead body of housewife
মৃত টুম্পার বাবা।নিজস্ব চিত্র

গতকাল সন্ধেববেলায় টুম্পার বাবার কাছে ফোন আসে তার মেয়ের শরীর খারাপ বলে৷ তারপর বারুইপুর হাসপাতালে এসে দেখেন তার মেয়ে মারা গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷স্বামী পলাতক। আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here