পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে হাজির খোদ মুখ্যমন্ত্রী

0
170

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুরে জনতার ভিড়ে মিশে গেলেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে তুলে দিলেন স্বাস্থ্যসাথী কার্ড ও শংসাপত্র। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি সাধারণ মানুষ। মঙ্গলবার এমন ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের অফিস চত্বরে। এদিন ছিল দুয়ারে সরকারের বিশেষ শিবির। সেই শিবিরে অংশ নিতে এসেছিলেন বহু মানুষ। কেউ আশা করেননি যে মুখ্যমন্ত্রী নিজেই হাজির হবেন। হাজির হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে‌ন। কিন্তু এদিন সেটাই ঘটল।

cm mamata banerjee | newsfront.co
জনতার মাঝে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

যা পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। মাত্র ১০ মিনিটের জন্য এসেছিলেন তিনি। শিবিরে উপযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা খতিয়ে দেখেন। দশ বছরের জেনিফা হোসেনকে নিজের হাতে তুলে দেন জাতিগত শংসাপত্র। মুখ্যমন্ত্রীর জন্য এখানে কোন মঞ্চ ছিল না। শুধুমাত্র কাউন্টার ছিল।

আরও পড়ুনঃ বন্‌ধের দিনেও ‘দুয়ারে সরকার’ কর্মসূচি, পরিষেবা নিতে ভিড় ফালাকাটায়

সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। জেলাশাসক রশ্মি কোমল, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুদীপ সরকার উপভোক্তাদের কাউন্টারে ডাকেন। জেনিফার বাবা রফিজুল হোসেন জানিয়েছেন,”দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ার পরে আবেদন করেছিলাম। মুখ্যমন্ত্রীর হাত থেকে জাতিগত শংসাপত্র পেয়েছে মেয়ে। যা ভাবতেও পারিনি।”

mamata banerjee | newsfront.co
আধিকারিকদের সাথে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

প্রৌঢ়া সাবেরা বিবি মুখ্যমন্ত্রীর হাত থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পেয়েছেন। মেদিনীপুর শহরের শেখপুরার বাসিন্দা সাবেরা বিবি জানান, “মুখ্যমন্ত্রী নিজে হাতে কার্ড দেবেন ভাবতেও পারিনি। খুব ভালো লাগছে। আনন্দ হচ্ছে।” এভাবে মাত্র দশ মিনিটেই জনতার মধ্যে মিশে সকলের মন জয় করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ফালাকাটায় কৃষি আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

মেদিনীপুর সার্কিট হাউস থেকে মঙ্গলবার রানীগঞ্জ যাওয়ার পথে সোজা ঢুকে পড়েন মেদিনীপুর শহরে থাকা পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের কার্যালয়ে। যেখানে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

mamata banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

নিজে হাতে সবকিছুই দুয়ারে সরকার কর্মসূচির পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী জনতার ভিড়ে মিশে যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন সেখানে উপস্থিত সাধারণ মানুষ। যার ফলে ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই খুব খুশি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কোমল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাধিপতি অজিত মাইতি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে মেদিনীপুর পুলিশ লাইনে গিয়ে হেলিকপ্টারে করে তিনি রানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার বিকালে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে সেখানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here