মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় সাময়িক জট কাটল, টেলিপাড়ায় শুরু হল শুটিং

0
67

নবনীতা দত্তগুপ্ত,‌বিনোদন ডেস্কঃ

অবশেষে স্বস্তির নিঃশ্বাস টলিউডে। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় শুরু হল শুটিং। প্রযোজক-ফেডারেশন-আর্টিস্ট ফোরামের মধ্যে চলতে থাকা শুটিং বিতর্কের জট কাটল সাময়িকভাবে। এর সিংহভাগ ক্রেডিট রাজ্যের মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক, প্রযোজক ও রাজ্যের সংস্কৃতি সেলের সম্পাদক রাজ চক্রবর্তী, পরিচালক-প্রযোজক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় শুটিং শুরু হল টেলিপাড়ায়।

mamata banerjee | newsfront.co
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
krishnakoli | newsfront.co
কৃষ্ণকলি

জানা গিয়েছে, যে ২০টি ধারাবাহিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ফেডারেশনের তরফে সেগুলোর পাশাপাশি বাকি সমস্ত ধারাবাহিকের নিয়মিত শ্যুটিং শুরু হয়েছে শুক্রবার সকাল থেকেই। বুধবার সন্ধে অবধি প্রোডিউসার্স গিল্ডের যে কটি বিষয় নিয়ে পরিষ্কার জবাব দেওয়ার কথা ছিল ফেডারেশনের কাছে তা তারা দিতে পারেনি। ফলে, বৃহস্পতিবারেও কাজে যোগ দেননি কলাকুশলীদের একটা বড় অংশ। থমকে ছিল শুটিং। কিন্তু প্রশ্ন হল, তা হলে এই দুদিনের মধ্যে কীভাবে সব জট খুলে গিয়ে খুশির মেজাজে সবাই ফ্লোরে আজ ব্যস্ত হতে পারলেন?

mithai | newsfront.co
মিঠাই
mohor | newsfront.co
মোহর

আরও পড়ুনঃ অভিনেতাদের নিয়ে যা খুশি তাই লিখে তাকে মুচমুচে বানিয়ে পেজ-এ ছেড়ে দিলেই বাজিমাত: শ্রীময়ী চট্টরাজ

সূত্রের খবর অনুযায়ী, দুই সংগঠনের মতানৈক্যের কারণে লকডাউন ওঠার পরেও শুটিং বন্ধ ছিল। আর কাজ বন্ধ মানেই উপার্জন বন্ধ। এতে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। সেই কারণেই পরমব্রত, রাজ চক্রবর্তী, অরূপ বিশ্বাস সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। ঠিক হয়, জীবন-জীবিকার স্বার্থে ক্ষোভ, অভিযোগ দূরে সরিয়ে রেখে আগের মতোই কাজ করুক সবাই।

আরও পড়ুনঃ শুটিঙে বিভ্রাট, হাজিরা নেই অধিকাংশ টেকনিশিয়ানের

তবে, যে সব অভিযোগগুলি উঠে এসেছে তার সঠিক জবাব, সমস্যার সমাধান সব কিছু নিয়ে আগামী দিনে আরও কয়েকটি বৈঠক হবে বলে জানা গিয়েছে। শুটিঙে কঠোরভাবে মানা হবে যাবতীয় কোভিড নিরাপত্তার নিয়মকানুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here