মনিরুল হক, কোচবিহারঃ
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পুজোর মাস থেকে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে রাজ্যের পুরোহিতদের এবং পাশাপাশি পুরোহিতদের বাংলা আবাস যোজনার আওতায় ঘর দেওয়াও হবে। সেই ঘোষণার কয়েকদিন যেতে না যেতেই উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক চলাকালীন ওই মঞ্চেই কোচবিহার মদনমোহন মন্দিরের রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে তিনমাসের পুরোহিত ভাতার চেক তুলে দেন।
জানা গেছে, এদিন কোচবিহার মদনমোহন মন্দিরের রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে পুরোহিত ভাতার চেক তুলে দিয়ে সারা রাজ্যের পুরোহিত ভাতা চালু করা হল।
আরও পড়ুনঃ সোশ্যাল নেটওয়ার্কে বিশেষ নজর রাখতে হবে পুলিশকে, নির্দেশ মুখ্যমন্ত্রীর
পুজোর মাস থেকে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয় আগেই। পাশাপাশি যে পুরোহিতদের বাড়ি নেই, তাদের বাংলা আবাস যোজনার আওতায় ঘর দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রাথমিকভাবে ৮,০০০ পুরোহিতের তালিকা তৈরি করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী কোচবিহার মদনমোহন মন্দিরের রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে পুরোহিত ভাতার চেক তুলে দিয়ে সারা রাজ্যের পুরোহিত ভাতা চালু করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584