নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনোনয়ন পেশ করাও সম্পন্ন। মনোনয়ন পত্রের সাথে মুখ্যমন্ত্রী দিয়েছেন নিয়ম অনুযায়ী নিজের যাবতীয় সম্পত্তির তথ্য নির্বাচন কমিশনকে।
সেই হলফনামা অনুযায়ী, তাঁর কাছে এখন নগদ টাকার পরিমাণ ৬৯,২৫৫ টাকা, পাশাপাশি বেশ কিছু অ্যাকাউন্টেও টাকা রয়েছে তাঁর। জাতীয় সেভিংস সার্টিফিকেট রয়েছে ১৮,৪৯০ টাকা। সোনার গয়না রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলি গ্রাম ও কিছু মূল্যবান সামগ্রী; সবমিলিয়ে বাজারমূল্য অনুযায়ী যার দাম ৪৩,৮৩৭ টাকা। সবকিছু মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। সংবাদ মাধ্যম আজতক বাংলার সূত্রে জানা গিয়েছে এই তথ্য।
হলফনামায় রয়েছে শেষ পাঁচ অর্থ বছরের মুখ্যমন্ত্রীর বার্ষিক আয়ের খতিয়ানও-
২০১৯-২০২০ অর্থবছরে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ১০,৩৪,৩৭০,০০০ টাকা
২০১৮-২০১৯ অর্থবছরে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ২০,৭১,০১০,০০ টাকা
২০১৭-২০১৮ অর্থবছরে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ৮৩৫,৩০০,০০ টাকা
২০১৬-২০১৭ অর্থবছরে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ৯১৮,৩০০,০০ টাকা
২০১৫-২০১৬ অর্থবছরে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ১৭২, ৯১০, ০০ টাকা
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ‘চক্রান্ত’ অভিযোগের প্রতিবাদে বিরুলিয়া মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা
১০ মার্চ, বুধবার মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তার যাবতীয় তথ্য তুলে ধরেছেন। আজতক বাংলার সংবাদ সূত্রে জানা গিয়েছে, হলফনামায় রয়েছে মুখ্যমন্ত্রীর নিজস্ব কোনও ব্যক্তিগত যানবাহন অর্থাৎ গাড়ি নেই। তাঁর নামে কোনও ঋণও নেই। ব্যাঙ্ক, জিএসটি, পুরসভা কিংবা কোনও আর্থিক সংস্থা কোথাও মুখ্যমন্ত্রীর কোনও করের বকেয়া নেই। হলফনামায় মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা রয়েছে, ৩০বি, হরিশ চ্যাটার্জি রোড, কালিঘাট পুলিশ স্টেশন, কলকাতা-৭০০২৬।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584