মোহনা বিশ্বাস, কলকাতাঃ
কাজের জন্য আর রাজ্যের বাইরে যেতে হবে না পরিযায়ী শ্রমিকদের। সোমবার প্রশাসনিক বৈঠক থেকে পরিযায়ীদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে দেশজুড়ে করোনার প্রভাব পড়তে শুরু করেছিল, সেইসময় ঘরে ফিরতে নাজেহাল হতে হয়েছে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিককে। আর ঠিক তখনই প্রশ্ন উঠেছিল, যে রাজ্য ছেড়ে কাজের জন্য কেন বাইরে যেতে হচ্ছে যুবকদের? এরপরই করোনা পরিস্থিতির মধ্যে একশ দিনের কাজের পরিধি বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু কাজের খোঁজে যুবকদের ভিন রাজ্যে যাওয়া আটকানো সম্ভব হয়নি। তাই এবার রাজ্যেই পরিযায়ীদের কর্মসংস্থানের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্মসংস্থানের জন্য স্বনির্ভরগোষ্ঠীতে ছেলেদেরও জায়গা দিতে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, যে তরুণ ও যুবকরা খুব বেশি পড়াশোনা করেননি, অথচ ভিন্ রাজ্যে কাজ করতে যাচ্ছেন, তাঁদের জন্য এইভাবে রাজ্যেই কাজের ব্যবস্থা করে দেওয়া হোক।
সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে আলোচনা করেন, তা কতটা ইতিবাচক হবে, সে ব্যাপারে প্রশাসনিক মহলে মতানৈক্য রয়েছে। তাঁদের মধ্যে অনেকেই মতে, কাশ্মীর বা কেরলে কাজ করতে গেলে বেতন হিসাবে শ্রমিকরা যে টাকা পান তার পরিমাণটা ভালোই।
আরও পড়ুনঃ পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পে রাত কাটালেন অমিত শাহ, শ্রদ্ধা জানালেন শহিদ জওয়ানদের
এছাড়া, সেখানে অনেক সুযোগসুবিধাও পান শ্রমিকরা। সেদিক থেকে দেখতে গেলে এ রাজ্যে যদি সেই শ্রমিকরা নিজে পোলট্রি বা কপড়ের কাজ করা শুরু করেন, তাহলে প্রথমে এত টাকা রোজগার করতে পারবেন না তাঁরা। ফলে সমস্যার সম্মুখীন হতে হবে তাঁদের। আবার প্রশাসনিক মহলের কয়েকজনের কথায়, বাইরে কাজ করতে গেলে যেমন অনেক সুযোগসুবিধা পান শ্রমিকরা। তেমন জীবনের ঝুঁকিও থাকে তাঁদের। বাইরে কাজ করতে গিয়ে অনেক সময় নানা কারণে মৃত্যু পর্যন্ত হয় পরিযায়ী শ্রমিকদের।
আরও পড়ুনঃ ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়, জ্বর না কমায় ভরতি দিল্লির এইমসে
এসব মতবিভেদের পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের রাজ্যে অনেক যুবক আছেন, যাঁরা নির্মাণ কাজ করতে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার থেকে বহু যুবক বাইরে শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছেন। তাঁদের এ রাজ্যেই কাজ করতে বলুন। ওখানে থাকার ভাড়া, খাওয়ার খরচ, জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু এখানে তাঁরা নিশ্চিন্ত। এ রাজ্যে থেকেই তাঁদের ভবিষ্যত তৈরি হবে।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584