শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দলে দলে তৃণমূল থেকে নেতারা বেরিয়ে গিয়ে নাম লেখাচ্ছেন বিজেপিতে। আর বিজেপির এই ভাঙনের রাজনীতির একমাত্র জবাব হতে পারে তৃণমূলের উন্নয়ন। কিছুদিন আগেই রাজ্যের সাধারণ মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য প্রশাসন।
আর সেই প্রকল্পে যে সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছেন এবং তাদের সঙ্গেই আছেন, তা প্রমাণ করতে এবার মুখ্যমন্ত্রী টুইটে দাবি করলেন, দুয়ারে সরকার প্রকল্পে সাড়া দিয়েছেন এক কোটিরও বেশি মানুষ জন।শনিবার তিনটি টুইটে এ কথা জানিয়ে তৃণমূলের জনভিত্তি প্রমাণের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাত্র দুই সপ্তাহ হয়েছে এই প্রকল্প চালু হয়েছে।
আরও পড়ুনঃ আধুনিকতা-আধ্যাত্মিকতাকে যুক্ত করেছিলেন স্বামীজিঃ অমিত শাহ
তার মধ্যেই এই কর্মসূচিতে এক কোটিরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। প্রথম টুইটে মমতা লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধাগুলি পাওয়ার জন্য মাত্র দু’সপ্তাহে বাংলার ১ কোটির বেশি মানুষ ১০ হাজার সরকারি পরিষেবা শিবিরে গিয়েছেন।’দ্বিতীয় টুইটে তাঁর দাবি ‘আমি পশ্চিমবঙ্গ সরকারের সব আধিকারিক, কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আরও পড়ুনঃ ভারতমাতাই আমার মা, অন্য কেউ নাঃ শুভেন্দু অধিকারী
তাঁরা এই সময় ধরে প্রতি দিন ২৪ ঘণ্টা শিবিরগুলি পরিচালনায় সময় দিয়েছেন। শিবিরগুলির পরিদর্শক এবং সরকারি পরিষেবা গ্রহণকারীদেরও আমার অভিনন্দন’।তৃতীয় তথা শেষ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584