কোচবিহারে ভার্চুয়াল মাধ্যমে সাতটি পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

0
68

মনিরুল হক, কোচবিহারঃ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোর আর খুব বেশি দিন বাকি নেই। তাই শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে জোড় কদমে। কিন্তু কোচবিহারের চিত্রটা যেন একটু আলাদা। কেননা দুর্গাপূজার প্রায় ৭দিন আগেই পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। যদিও সবটাই হবে ভার্চুয়াল মাধ্যমে।

mamata banerjee | newsfront.co
ফাইল চিত্র

আজ কোচবিহার জেলা জুড়ে মোট সাতটি দুর্গাপুজোর উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, কোচবিহারে দুর্গাপূজা বড় করে হলেও এর আগে কখনো পুজোর এতদিন আগে পুজো উদ্বোধন করা হয়নি। তাই রাতারাতি ওই সাতটি পুজোমণ্ডপের আলোকসজ্জার কাজ শেষ করা হয়েছে বলে জানা গিয়েছে। কোচবিহারের এক পুজো কমিটির সম্পাদক জানালেন,“আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের ক্লাবের পুজোর শুভ উদ্বোধন করবেন তাই শেষ মূহুর্তের প্রস্তুতি আমরা চালাচ্ছি জোর কদমে।”

durga idol | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, আজ বুধবার প্রথম দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ১২ জেলার বাছাই করা কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ার গোটা পঞ্চাশেক পুজো অনলাইনেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর আগে যদিও কখনও জেলার পুজো উদ্বোধন করেননি মুখ্যমন্ত্রী। জেলার পুজোর ক্ষেত্রে উদ্বোধন এবারেই প্রথম।

আরও পড়ুনঃ গাইড ম্যাপের উদ্বোধন মন্ত্রী শুভেন্দু অধিকারীর

আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে এবার একটু অন্যরকম ভাবে পুজো উদ্বোধন করবো৷ যারা পুজো উদ্বোধনের অনুরোধ জানিয়েছেন সে সব পুজো ভার্চুয়াল মাধ্যমে নবান্ন থেকে উদ্বোধন করে দেবো৷ কারণ আমরা গেলে কিছু লোক সঙ্গে থাকবে, মন্ডপে ঢুকবে৷ সেটা ঠিক হবে না৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here