পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রী

0
110

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের তরফে জানা গিয়েছিল। আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) ও ৭ অক্টোবর (বুধবার) মুখ্যমন্ত্রী যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দুটি প্রশাসনিক সভা করবেন বলে জানা গেছে।

visit | newsfront.co
বৈঠকস্থল পরিদর্শন। নিজস্ব চিত্র

৬ অক্টোবর, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের চৌরঙ্গির কাছে, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তাঁর প্রশাসনিক সভা হবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। পরদিনই, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলায় একটি প্রশাসনিক সভা করবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ফুলবাড়িতে ‘পথশ্রী অভিযান’-র সূচনায় মুখ্যমন্ত্রী

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণে অবস্থিত (চৌরঙ্গির মোড়ের কাছে) বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাস্থল পরিদর্শনে বা নিরাপত্তা খতিয়ে দেখতে আজ পৌঁছে গিয়েছিলেন, রাজ্য পুলিশের নিরাপত্তা মহানির্দেশক (ডাইরেক্টর) তথা এডিজি বিবেক সহায় । তাঁর সঙ্গে ছিলেন, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।

আরও পড়ুনঃ উত্তর সফর শেষে কলকাতা অভিমুখে মুখ্যমন্ত্রী

জেলাশাসক ডঃ রশ্মি কমল, এস পি দীনেশ কুমার ছাড়াও ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা জেলা সভাধিপতি অজিত মাইতি। সভাস্থল পরিদর্শন করে, তাঁরা সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে, নিরাপত্তার বিষয়ে বিন্দুমাত্র ঝুঁকি না নেওয়ার জন্যই, এই পরিদর্শন বলে ওয়াকিবহাল মহলের মতামত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here