নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভার্চুয়াল জনসভা দেখার জন্য রাখা হয়েছিল জায়েন্ট স্ক্রীনের ব্যবস্থা। কিন্তু দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরু হওয়ার আগেই মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকার নূর মেনশন ভবনের সামনেই তৃণমূল দলের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর।
শহীদ দলীয় কর্মীদের উদ্দেশ্যে মাল্যদান কর্মসূচী এবং শোকজ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মহিলা দলের সভানেত্রী চৈতালী সরকার, কাউন্সিলর শুভদীপ সান্যাল, তৃণমূল নেতা ছোটন মল্লিক সহ অন্যান্যরা।সমদূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পরে তৃণমূলের জেলা কার্যালয় নূর মেনশন ভবনের সামনেই সারিবদ্ধ ভাবে দীর্ঘক্ষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষা করেন দলের নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে স্বাস্থ্যের হাল ফেরানোর দাবিতে কংগ্রেসের ডেপুটেশন
জায়েন্ট স্ক্রীনের মাধ্যমে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ভাষণ সম্প্রচারিত করা হয়। একুশে জুলাই উপলক্ষে গোটা শহর কার্যত তৃণমূলের পোস্টার-ব্যানারে মুড়ে ফেলা হয়েছে।দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সংসদ সদস্য মৌসুম নূর বলেন, “দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে জনসভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের যেরকম নির্দেশ দিয়েছেন, তা পালন করা হবে।
এদিন জেলা স্তরের সমস্ত নেতাকর্মীদের জেলার বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল জনসভা দেখানো হয়েছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584