কালনায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
168

শ্যামল রায়,কালনাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসছেন কালনা শহরের অঘোরনাথ পার্কে।মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।সেই সাথে যাতায়াতের রাস্তাতেও নো এন্ট্রি করে দেয়া হয়েছে বৃহস্পতিবার থেকেই।মুখ্যমন্ত্রীর সফর চূড়ান্ত হতেই পূর্ব বর্ধমান জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা তৎপরতার সাথে শুরু করে দেন তাদের বিভিন্ন বিভাগের উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে।

নিরাপত্তায় সুনিশ্চিত করছেন প্রশাসনিক আধিকারিকরা। নিজস্ব চিত্র

সমস্ত রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী রিপোর্ট সম্পর্কে কী বার্তা দেন?মুখ্যমন্ত্রী সমাবেশে বিভিন্ন ধরনের পরিষেবার উদ্বোধন এবং শিলান্যাস করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এছাড়াও মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি ফরমেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কি কি বিষয় জানতে চাইবেন সেই বিষয়ে তথ্য যেন তৈরি করে রাখে জেলার প্রশাসনিক আধিকারিকরা।কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ মান্ডি,সবুজ সাথি,সবুজ শ্রী বিভিন্ন প্রকল্পের উন্নতি এবং তার গতি প্রকৃতি জানতে চাইবেন মুখ্যমন্ত্রী।এছাড়াও একশো দিনের প্রকল্পে জেলার মোট কর্মদিবস কত পরিবারপিছু কর্ম দিবস চলতি আর্থিক বছরে এই প্রকল্পে মোট ব্যয় শ্রমিক খাতে বরাদ্দ অর্থের মোট খরচ জানতে পারেন বলেও রিপোর্ট তৈরি করে ফেলেছেন প্রশাসনিক আধিকারিকরা।
আনন্দধারা প্রকল্প জেলায় মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ,মোট কত সংখ্যা এক স্বনির্ভর গোষ্ঠী লোন পেয়েছেন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকেও নানান ধরনের তথ্য জানতে চেয়ে চিঠি এসেছে নবান্ন থেকে।কন্যাশ্রী প্রকল্প বিষয়ে সরকারি কতটা পদক্ষেপ নিয়েছে তার গতিপ্রকৃতি কি,নানান ধরনের উন্নয়নমূলক কাজের খতিয়ান জানতে চাইবেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্পে মোট কত সংখ্যা, তপশিল জাতি উপজাতি ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছেন,জেলায় মোট কত জন ছাত্র-ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সব সম্পর্কেও তথ্য তৈরি করে ফেলেছে জেলা প্রশাসন।সংখ্যালঘু স্কলারশিপ কত জন ছাত্রছাত্রী করে ফেলেছেন প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে।তাই এই সভা ঘিরে মুখ্যমন্ত্রী আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কি বার্তা দেন তা অপেক্ষা করছেন শাসকদলের নেতা নেত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here