নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ
বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হল ছয়টি প্যাঁচা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মাহিনগর এলাকার। এই মাহিনগর এলাকারই বাসিন্দা সিদ্ধার্থ সাহা-র বাড়ীর রান্নাঘরের ধোয়া নির্গত হওয়ার জন্য একটি গোলাকৃতির ফুটো ছিল।বেশ কয়েকদিন ধরে ঐ রান্নাঘরের ফুটো থেকে পচা গন্ধ ছড়িয়েছিল বাড়ীতে।এরপর সিদ্ধার্থ সাহা-র মা পচা গন্ধ ছড়ানোর কারন খুজতে গিয়ে রান্নাঘরে থাকা গোলাকৃতি ফুটোর একপাশের ঢাকনা খুলতেই তার চক্ষু চড়কগাছ।তিনি দেখেন রান্না ঘরের ঐ গোলাকৃতি ফুটোর মধ্যে আস্তানা গেড়েছে ছয়টি প্যাঁচা।
এরপর পরিবারের সদস্যরা প্রথমে বালুরঘাট পৌরসভার কর্মীদের খবর দিলে বালুরঘাট পৌরসভার দুই কর্মী এসে প্যাঁচাগুলিকে উদ্ধার করে বালুরঘাটে বনদপ্তরের অফিসের আধিকারিকদের হাতে তুলে দেন। বালুরঘাটের মাহিনগর এলাকার বাড়ির বাসিন্দা সিদ্ধার্থ সাহা জানান অনেকদিন ধরেই রান্নাঘরের ঐ জায়গা থেকে পচা গন্ধ বের হচ্ছিল,কিন্তু এতদিন গুরুত্ব দেইনি।বালুরঘাট ফরেস্ট অফিসের আধিকারিক আবদুর রাজ্জাক জানান উদ্ধার হওয়া প্যাঁচাগুলির বয়স প্রায় দেড় থেকে দুই মাস।তিনি এও জানান উদ্ধার হওয়া প্যাঁচাগুলি ইগল প্যাঁচা প্রজাতির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584