নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
চা বাগানের শ্রমিক পরিবারের পড়ুয়াদের পড়াশোনার সাহায্যে এগিয়ে এল জেলা পুলিশ।তাদের উদ্যোগে সোমবার কালচিনি ব্লকের সরস্বতী হিন্দি বিদ্যালয়ে শুরু হল কোশিশ নামে ছাত্র ছাত্রী দের বিশেষ কোচিং সেন্টার।
এদিনের কোচিং সেন্টার উদবোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুনিল কুমার যাদব। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পুলিশ সুপার সুনীল কুমার যাদব জানান, পিছিয়ে পড়া আদিবাসি পরিবার গুলোর ছেলেমেয়েরা যাতে শিক্ষায় এগিয়ে এসে আরো উন্নত হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই ‘কোশিশ’ নামে কর্মসূচি টি গ্রহণ করা হয়েছে। মোট ১৮ টি বাগান এলাকায় ইতি মধ্যেই এটি চালু হয়ে গেছে।বাকী গুলোতে ও পর্যায় ক্রমে শুরু করা হবে। মূলত অংক এবং ইংরেজি বিষয়ে কোচিং দেওয়া হবে।
আরও পড়ুনঃ চতুর্ভুজা দেবী দুর্গা পূজিত হন উৎমাই চণ্ডী দুর্গা রূপে কাকড়াশিঙে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584