স্বাদ বদলাচ্ছে কোকা-কোলার, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

0
385

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

৩৬ বছর পর ফের স্বাদ বদলাতে চলেছে কোকা-কোলা। অন্যান্য ক্লাসিক নরম পানীয়গুলির মধ্যে কোকাকোলার গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। এর আগে ১৯৮৫ সালেও একবার নিজেদের টেস্ট পরিবর্তন করার ঝুঁকি নিয়েছিল কোকা-কোলা। যদিও, সেই পরিবর্তন একেবারেই গ্রহণযোগ্য হয়নি।

Coca Cola
প্রতীকী চিত্র

এবার শুধু স্বাদ নয়, বদলে যাচ্ছে বোতলের আউটলুকও। এবার থেকে বোতলের লেভেলে লেখা থাকবে ‘কোকা-কোলা জিরো সুগার’। এটি কোক জিরো নামে পরিচিত (ডায়েট কোকের সুগার সংস্করণ) হবে। গ্রাহকের কাছে নবরূপে ধরা দেবে এই নরম পানীয়। নতুনভাবে সাজছে কোকা-কোলার বোতলও।

কোকা-কোলা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, স্বাদ ও বোতলের আউটলুক বদলের সিদ্ধান্তের কারণ যাতে কোকা-কোলার এই নতুন আইকনিক সোডা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং তারা এইবার কোকা-কোলার এই নতুন পরিবর্তন নিয়ে যথেষ্টই আশাবাদী। তবে, কোকা-কোলার এহেন পরিবর্তনে গভীর সংশয়ে রয়েছে গ্রাহক মহল। কোকা-কোলার কিছু নির্দিষ্ট গ্রাহক রয়েছেন যাঁরা কোক ছাড়া কিছুই পান করেন না। তাঁরা এই পরিবর্তনের বিষয়ে যথেষ্ট উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতেই তাঁরা তাঁদের পানীয় প্রয়োজনে বদলে ফেলবেন এবং ডায়েট ডক্টর পেপার বা কোকা-কোলার চিরপ্রতিদ্বন্দ্বী পেপসিকে পানীয় হিসেবে গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ ফ্রান্সের ভ্যাকসিন পাসে এখন থেকে যোগ হল ভারতের টিকা কোভিশিল্ড

অল্পবয়সীরা সবসময়ই ঠান্ডা নরম পাণীয় হিসাবে কোকা-কোলাকেই পছন্দ করে। তাছাড়াও এর বাজারদর সবসময়ই বেশি। কোকা-কোলার নতুন স্বাদ, কেবলমাত্র এর অন্যান্য উপাদানগুলোকে আরও বেশিমাত্রায় অনুকূল করবে এবং তাতে এর স্বাদ বৃদ্ধি পাবে বলেই আশা করছে সংস্থা। তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী এর উপাদানের পরিবর্তনের তেমন কোনও সুযোগ নেই, তবে পরিমাণের রকমফের হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি।

আরও পড়ুনঃ ডিজনি পিক্সারের ‘টার্নিং রেড’-এর ট্রেলারে শিখ চরিত্র দেখে টুইটারে দর্শকের উত্তেজনা তুঙ্গে

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রথমবারের মতো কোকা-কোলার স্বাদ পরিবর্তন করার কথা ভাবা হয়েছিল। “দ্য নিউ কোক” – কোকা-কোলার সুগারি ভার্সন এই হিসেবে মার্কেটে নিয়ে আসা হলেও গ্রাহকদের কাছে তা একেবারেই পৌঁছাতে পারেনি। গ্রাহকের মনোপযোগী হয়নি এই পানীয়। সারাদিনে প্রায় ১৫০০ কল কোকা-কোলার কনজ্যুমার আইডিতে আসতো। যা সেই সময়ে নতুন স্বাদ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তার কিছুদিন পরেই জুলাই মাসে, কোকা-কোলা সংস্থার তরফে জানানো হয়, পুরনো কোক আবার রিস্টোর করা হবে, গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here