ফাঁসিদেওয়ায় গঙ্গারাম চা বাগানে ভেঙে পড়ল ব্রিজ

0
149

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

collapsed bridge at gangaram tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

টানা কয়েকদিনের বর্ষের ফলে শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগানের টাইপু নদীর উপর তৈরি ব্রিজ ভেঙে পড়ল।যার ফলে ব্যাপক সমস্যায় ওই এলাকার প্রায় দশ হাজার বাসিন্দারা।

collapsed bridge at gangaram tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে,এদিন সকালে ব্রিজটি ভেঙে ফলে মাছুয়ালাইন থেকে তারাবাড়ি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তরীঘরী ছুটে আসেন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির।এরপর গোটা এলাকা পরিদর্শন করেন। এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

collapsed bridge at gangaram tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, লাগাতার বৃষ্টির বর্ষনে এদিন ব্রিজটি ভেঙে পড়ে।নদী তার গতিপথও পরিবর্তন করেছে। এই ব্রিজটি বহুদিনের পুরানো। তাই হয়তো জলের স্রোতে ভেঙে গেছে।এই ব্রিজটি ভাঙ্গার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দা।

collapsed bridge at gangaram tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

তবে জল যতক্ষণ পর্যন্ত না কমছে ততক্ষণ কিছু করা যাবে না।যদিও আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামতি করা জন্য। তবে স্থানীয়দের দাবি যে এই ব্রিজটি একমাত্র ভরসা আসে পাশের ছয়টি গ্রামের।এই ব্রিজটি প্রায় বহুদিন ধরেই ভগ্ন দশায় ছিল। কিন্তু প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। এর পর টানা বৃষ্টির ফলে এই ঘটনা।

আরও পড়ুনঃ গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ গড়বেতায় পাওয়ার গ্রিডের কাজ

যদি দ্রুত এই ব্রিজটি ঠিক না করা হয় তাহলে আরও বেশি সমস্যায় পড়তে হবে। তবে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া নেয় সেই দিকে তাকিয়ে আছে ওই এলাকার দশ হাজার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here